
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আজ ২৫শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, মঙ্গলবার সকালে বিশ্বকবির বাড়ি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অমিত শাহ। ঘুরে দেখেন রবিঠাকুরের বাড়িও। এরপর জোড়াসাঁকোয় সংগ্রহশালায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠাকুরবাড়ির দেওয়ালে প্রচুর ছবি রয়েছে। সেগুলিও দেখেন অমিত শাহ। এমনকী জোড়াসাঁকোর ভিজিটার্স বুকে সইও করেন শাহ। লিখলেন কেমন লাগল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি।
এদিকে ঠাকুরবাড়ি ঘুরে তারপর আকাশপথে পেট্রাপোলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর পেট্রাপোল থেকে কলকাতা বিমানবন্দর হয়ে আবার অমিত শাহ ফিরবেন নিউটাউনের হোটেলে। বিকেলে সায়েন্স সিটিতে দুটি অনুষ্ঠানে অংশ নেবেন অমিত শাহ। রবীন্দ্র সন্ধ্যায় দেখবেন নাচ। জোড়াসাঁকোয় নানারকমের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এবার জোড়াসাঁকোয় অমিত শাহের সফর পৃথক মাত্রা যোগ করেছে। আজ মঙ্গলবার রাতেই নয়াদিল্লি ফিরে যাওয়ার কথা অমিত শাহের।
অন্যদিকে অমিত শাহের সঙ্গে জোড়াসাঁকোয় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁরাও এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। বিকেল সাড়ে ৫টায় সায়েন্স সিটিতে ‘খোলা হাওয়া’ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। ইতিমধ্যেই এই অনুষ্ঠান নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর নাম–ছবি বাদ পড়া থেকে শুরু করে খোলা হাওয়া নামকরণ নিয়ে বিতর্ক উসকে দিয়েছেন বাবুল সুপ্রিয়। এমনকী শাহের সফর দু’দিনের পরিবর্তে একদিন হয়ে যাওয়ায় বঙ্গ–বিজেপি নেতারা বেশি সময় পাবেন না শীর্ষ নেতাকে।
আর কী জানা যাচ্ছে? বাংলায় আসার আগে সোমবার রাতেই টুইটারে অমিত শাহ লেখেন, প্রত্যেক প্রজন্মের কাছে কতটা তাৎপর্যপূর্ণ কবিগুরুর লেখনি। যদিও শাহের রাজ্যে আসা নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘উনি বাংলায় আসুন, ওঁকে স্বাগত। আমি এমনও বলছি না, শান্তি ফেরানোর জন্য অশান্তির এলাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের উপস্থিত থাকতে হবে। কিন্তু বাংলায় কিছু হলেই কিন্তু পরের দিন ওঁরা চলে আসেন। তখন ১৪৪ ধারা জারি থাকলেও তা মানেন না।’ মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে অমিত শাহের বিশেষ বিমান। পয়লা বৈশাখের পর ২৫শে বৈশাখে তাঁর বাংলা সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বাঙালি আবেগ স্পর্শ করতেই এমন সফর বলে মনে করা হচ্ছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports