দিল্লি বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয়ের পরে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতাকর্মীরাও। জেলা থেকে শহরে চলছে তার উজ্জাপন। কোথাও মিষ্টি খাইয়ে, কোথাও আবির খেলে চলছে উৎসব। আর সব জায়গাতেই উঠছে বাংলা দখলের ডাক। আর তারই মধ্যে ২০২৬এর নির্বাচনে নিজেদের নতুন স্লোগান ঘোষণা করে দিল বিজেপি। শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে সেই স্লোগান। বাংলা দখলের ডাক দিয়ে সেখানে লেখা হয়েছে,দিল্লিতে বিদায় হল আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ।
শনিবার বেলা বাড়তেই স্পষ্ট হয়ে যায় দিল্লি নির্বাচনে ফলের প্রবণতা। শাসকদল আপকে ছাড়িয়ে অনেকটা এগিয়ে যায় বিজেপি। আপের ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে ২৭ বছর পর দিল্লিতে ফিরতে চলেছে বিজেপির রাজ। বিশেষ করে সেই দিল্লি, যেখানে গত ৩টি লোকসভা নির্বাচনে বিজেপি সমস্ত আসনে জিতলেও প্রতিবার বিধানসভা নির্বাচনে তাদের করুণ পরিণতির মুখে পড়তে হয়েছে। এদিন বেলা বাড়তেই জেলায় জেলায় শুরু হয়ে যায় উৎসব। কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরে আবির খেলে মিষ্টি খাইয়ে দিল্লির জয় উজ্জাপন করেন নেতাকর্মীরা।
বেলা আরেকটু গড়াতে উৎসব শুরু হয় জেলাতেও। কাকদ্বীপ থেকে কোচবিহার সমস্ত জায়গাতেই পথে নেমে উৎসবে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মীরা। আর সমস্ত জায়গাতেই বিজেপি কর্মীদের মুখে একটাই কথা। দিল্লিতে আম আদমি পার্টির সরকারের পতনের পর এবার পালা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পতনের। আর নেতা কর্মীদের সেই ডাককে কিছুক্ষণের মধ্যেই স্লোগান আকারে পোস্ট করে বিজেপি। তাতে লেখা হয়,দিল্লিতে বিদায় হল আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ।