সামনেই কালীপুজো। উৎসবের আনন্দে ভাসতে শুরু করেছে বাংলার শহর থেকে শহরতলি। তার আগে আজ তিথি অনুযায়ী রয়েছে ধনতেরাস। এই ধনতেরাসের সকালেই হাওড়ার এক জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। শুক্রবার সাত সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০ টি ইঞ্জিন। জানা যাচ্ছে, এলাকার পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প। ফলে আতঙ্ক চড়ছে।
জানা গিয়েছে, আপাতত এই আগুন নেভাতে ব্যাপক চেষ্টা চলছে। গোটা এলাকা ঢেকে গিয়েছে ধোঁয়ায়। উল্লেখ্য, ধনতেরাসের দিনে মনে করা হয়, ধনলক্ষ্মীর কৃপায় ফেরে ভাগ্য। আর সেই দিনেই এমন অগ্নিকাণ্ড ও ভয়াবহ ক্ষতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, যেখানে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে, তার কাছেই একটি পেট্রোল পাম্প রয়েছে বলে খবর। এদিকে, আগুনের লেলিহান শিখা এলাকার আকাশ ঢেকেছে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০ টি ইঞ্জিন। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ড হাওড়ার ফরশো রোডে এই অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে। যেখানে অগ্নিকাণ্ড ঘটেছ, সেখানে বহু দাহ্য পদার্থ মজুত ছিল। জুটমিলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা নিয়ে রয়েছে জল্পনা। প্রাথমিকভাবে এর কারণ উঠে আসেনি। জনবহুল এলাকা থেকে ঢিল ছোঁরা দূরত্বে পেট্রোলের পাম্প রয়েছে। ঘটনার পরই এলাকার মানুষ সেখানে আগুন নেভানোর পথে হাঁটেন। সকলে উদ্যোগ নিয়ে আগুন নেভাতে থাকেন।তড়িঘড়ি পৌঁছায় দমকল। আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে।