রাজ্যে ৬ বিধানসভা উপ নির্বাচনে একচ্ছত্রভাবে জয়ী হতেই আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর বুলডোজার চালানোর হুমকি দিলেন তৃণমূল নেতা। রবিবার সকালে দলের জেলা সদর দফতরে তৃণমূলের জয় উজ্জাপন করার সময় একথা বলেন দলের মালদা জেলা সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমান। তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন মালদা উত্তর কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু।
আরও পড়ুন - ছ'টাতেই হারব, আগেই জানতাম, উপ নির্বাচনের ভরাডুবির পরে মুখ খুলেই বললেন দিলীপ ঘোষ
পড়তে থাকুন - 'কলকাতায় বসে সিদ্ধান্ত নিলে এরকমই হবে, BJPর এই নেতৃত্ব মানুষকে মানুষ ভাবে না'
এদিন টিঙ্কু রহমান বলেন, ‘আন্দোলনের প্রভাব ভোটে কী করে পড়বে? এই আন্দোলন তো করানো হয়েছে। বিজেপি জুনিয়র ডাক্তারদের ভুল বুঝিয়ে লেলিয়ে রাজপথে নামিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রাস্তায় নামিয়েছে। আজ প্রমাণ হয়ে গিয়েছে, রাত জাগা, ভোর জাগার কোনও প্রভাব পড়েনি।’
এর পরই সরাসরি হুমকির সুরে বলেন, ‘আপনারা তো দেখতে পাচ্ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অনেক সময় বলছেন, ‘হম মিট্টি সে মিলা দেঙ্গে।’ আরে ভাই আপনারা তো ওই মিট্টিতে মেলাবেন, আমরা কী করব? বুলডোজার চালিয়ে আমরাও মিট্টিতে মিলিয়ে দেব। এটা আপনি মাথায় রাখবেন। বিরোধীদের ওপরে ১০০ শতাংশ বুলডোজার চালাব। কারণ এখানে সম্প্রীতির বাংলা। সম্প্রীতির বাংলাকে নষ্ট করবে তার ওপর বুলডোজার চলবে।’ পরে সাংবাদিকদের তরফে কেন তিনি একথা বললেন জানতে চাইলে টিঙ্কু বলেন, ‘বিরোধীদের দেখলে আমার গাত্রদাহ হয়। বিরোধীদের আমি ঘৃণা করি।’
আরও পড়ুন - ‘ডোন্ট গেট ওয়ারিড’, উপ নির্বাচনে ভরাডুবিকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু
টিঙ্কুর বক্তব্যের নিন্দা করে খগেন মুর্মু বলেন, ‘এরা মানুষ না। এরা পশুরও অধম। এরাই দুষ্কৃতীদের মদত দেয়। এরাই প্রচ্ছন্নে ধর্ষকদের সমর্থন করে। এদের ধিক্কার জানাই।’