উচ্চমাধ্যমিকে কত নম্বর পেয়েছেন, তা জানতে পারবেন। তবে আজই হাতে পাবেন না উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট (West Bengal HS Result 2022)। সেজন্য আরও ১০ দিন অপেক্ষা করতে হবে। তারপরেই পরীক্ষার্থীরা নিজেদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন। (আরও পড়ুন: WB HS Result 2022 Live: আজ প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফল,HT Bangla-য় জানা যাবে ফল)
এমনিতে এবার ২৭ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আজই ফল ঘোষণা করা হবে। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪৪ দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হচ্ছে। সেই দ্রুততার কারণে ফলাফল প্রকাশের দিনে পরীক্ষার্থীরা নিজেদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন না।
(WBCHSE HS Results 2022 Live Updates: উচ্চমাধ্যমিকের ফলাফলের লাইভ আপডেট দেখুন এখানে)
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) তরফে জানানো হয়েছে, আপাতত জোরকদমে মার্কশিট এবং সার্টিফিকেট প্রিন্ট করার কাজ চলছে। আগামী ২০ জুন (সোমবার) নির্দিষ্ট ক্যাম্প অফিসের প্রতিনিধিদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
সেক্ষেত্রে কোন নথির ভিত্তিতে কলেজে ভরতির আবেদন করবেন?
সংসদের তরফে জানানো হয়েছে, অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখার সময় উচ্চমাধ্যমিকের মার্কশিটের ‘সফট কপি’ ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। যা হুবহু উচ্চমাধ্যমিকের আসল মার্কশিটের মতো দেখতে হবে। সেই মার্কশিট দিয়েই কলেজে ভরতির আবেদন করা যাবে। কলেজে ভরতির সময় নথি যাচাইয়ের আগেই মার্কশিট এবং সার্টিফিকেটের ‘হার্ড কপি’ পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।
কীভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Results 2022) দেখা যাবে?
১) wbresults.nic.in সাইটে যেতে হবে (বেলা ১২ টা থেকে ওয়েবসাইটে দেখাবে)।
২) 'WBCHSE Class 12th Results' লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৫) আপনার কম্পিউটার বা ফোনের স্ক্রিনে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৬) ভবিষ্যতের জন্য রেজাল্ট ডাউনলোড করে রাখুন।
কীভাবে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Result 2022) দেখতে পাবেন?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (betvisa69.com) সাইটে আসতে হবে।
২) হোমপেজে উচ্চমাধ্যমিকের রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের রোল নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে। তারপর ‘ক্লিক করুন’-এ ক্লিক করতে হবে।
৪) আপনার কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখুন।