বিজেপি এবার এমন ন'টি আসনে পিছিয়ে আছে, যে আসনগুলিতে ২০১৯ সালে জিতেছিল। অন্য়দিকে, পাঁচ বছর আগে হেরে যাওয়া ১০টি আসনে ২০২৪ সালে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। তবে ২০১৯ সালে তৃণমূলের জেতা দুটি আসনে (তমলুক এবং কাঁথি) নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১ টা ৪৫ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গের ৩০টি আসনে এগিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ১১টি আসনে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে আছে একটি আসনে। যেখানে পাঁচ বছর আগে ১৮টি আসনে জিতেছিল বিজেপি। তৃণমূল জিতেছিল ২২টি আসনে। আর কংগ্রেসের ঝুলিতে দুটি আসন গিয়েছিল।
২০১৯ সালে কোন কোন কেন্দ্রে জিতেছিল বিজেপি?
১) কোচবিহার
২) আলিপুরদুয়ার
৩) জলপাইগুড়ি
৪) দার্জিলিং
৫) রায়গঞ্জ
৬) বালুরঘাট
৭) মালদা উত্তর
৮) রানাঘাট
৯) বনগাঁ
১০) ব্যারাকপুর
১১) হুগলি
১২) ঝাড়গ্রাম
১৩) মেদিনীপুর
১৪) পুরুলিয়া
১৫) বাঁকুড়া
১৬) বিষ্ণুপুর
১৭) বর্ধমান-দুর্গাপুর
১৮) আসানসোল
২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোন কোন আসনে এগিয়ে আছে বিজেপি?
১) দার্জিলিং
২) জলপাইগুড়ি
৩) আলিপুরদুয়ার
৪) মালদা উত্তর
৫) পুরুলিয়া
৬) বিষ্ণুপুর
৭) রানাঘাট
৮) বনগাঁ
৯) তমলুক
১০) কাঁথি
১১) বালুরঘাট
২০১৯ সালের জেতা কোন কোন কেন্দ্রে পিছিয়ে আছে বিজেপি?
১) কোচবিহার
২) রায়গঞ্জ
৩) ব্যারাকপুর
৪) হুগলি
৫) ঝাড়গ্রাম
৬) মেদিনীপুর
৭) বাঁকুড়া
৮) বর্ধমান-দুর্গাপুর
৯) আসানসোল
আরও পড়ুন: WB Star Candidates Vote Counting LIVE: ৩.৯ লাখ ভোটে এগিয়ে অভিষেক, পিচ পালটে ৬৫,০০০ ভোটে পিছিয়ে দিলীপ
২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোন কোন আসনে এগিয়ে আছে তৃণমূল?
১) কোচবিহার
২) রায়গঞ্জ
৩) ব্যারাকপুর
৪) জঙ্গিপুর
৫) মুর্শিদাবাদ
৬) বহরমপুর
৭) বীরভূম
৮) বোলপুর
৯) কৃষ্ণনগর
১০) বর্ধমান-দুর্গাপুর
১১) বর্ধমান পূর্ব
১২) আসানসোল
১৩) বাঁকুড়া
১৪) ঝাড়গ্রাম
১৫) মেদিনীপুর
১৬) ঘাটাল
১৭) আরামবাগ
১৮) হুগলি
১৯) শ্রীরামপুর
২০) হাওড়া
২১) উলুবেড়িয়া
২২) ডায়মন্ড হারবার
২৩) কলকাতা উত্তর
২৪) কলকাতা দক্ষিণ
২৫) যাদবপুর
২৬) বসিরহাট
২৭) মথুরাপুর
২৮) জয়নগর
২৯) দমদম
৩০) বারাসত
২০১৯ সালে হেরে যাওয়া জেতা কোন কোন আসনে এগিয়ে আছে তৃণমূল?
১) কোচবিহার
২) রায়গঞ্জ
৩) ব্যারাকপুর
৪) বহরমপুর
৫) বর্ধমান-দুর্গাপুর
৬) আসানসোল
৭) বাঁকুড়া
৮) ঝাড়গ্রাম
৯) মেদিনীপুর
১০) হুগলি