রাজ্যজুড়ে চলছে উচ্চ মাধ্যমিক। আর পরীক্ষায় টুকলি রুখতে কড় পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। তারজন্য পরীক্ষার হলে ঢোকার আগে পড়ুয়াদের তল্লাশি করা হচ্ছে। এই তল্লাশি চালানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল একটি পরীক্ষা কেন্দ্র। শিক্ষকদের ওপর চড়াও হল পরীক্ষার্থীদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। পরীক্ষার্থীদের হামলায় আহত হলেন ৬ জন শিক্ষক। তার মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে আজ বুধবার মালদার বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাইস্কুলে। (আরও পড়ুন: ফের কাঁপল উত্তরপূর্ব ভারত এবং বাংলাদেশে, ভূমিকম্পের উৎসস্থল রাখাইনে)
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ‘বিশেষ বাস’ চালানো হবে, পরিষেবা–সহ রইল সূচি
এদিন ছিল উচ্চ মাধ্যমিকে ইংরেজি পরীক্ষা। টোকা রুখতে অন্যান্য পরীক্ষা কেন্দ্রের মতো চামগ্রাম হাইস্কুলেও পরীক্ষার্থীদের তল্লাশি নেওয়া হচ্ছিল। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে পড়ুয়ারা। তাদের বক্তব্য, কেন তল্লাশি করা হবে। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে শেষ পর্যন্ত ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (আরও পড়ুন: সীমান্তপার ২টি রেল রুটে কাজ এগোবে, ভারতকে আশ্বাস প্রতিবেশী দেশের)
আরও পড়ুন: শরীরে-পোশাকে লুকিয়ে ১৪.৮ কেজি সোনা পাচারের চেষ্টা, গ্রেফতার দক্ষিণী অভিনেত্রী
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবছর চামাগ্রাম হাইস্কুলে কান্দিটোলা হাইমাদ্রাসা, চর সুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছে। পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। তখন পরীক্ষার্থীদের একাংশ এর প্রতিবাদ জানান। এনিয়ে শিক্ষকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় পরীক্ষার্থীদের। তখনই আচমকায় কয়েকজন পরীক্ষার্থী শিক্ষকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।