ভাঙড়ে খুন হয়েছেন তৃণমূল নেতা রেজ্জাক খান। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার তৃণমূল নেতার শোকগ্রস্ত পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। শনিবার দুপুরে ভাঙড়ের এই মৃত নেতার বাড়িতে পৌঁছে তাঁর স্ত্রীকে সরকারি গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার কথা জানালেন বিধায়ক শওকত মোল্লা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ভাঙড়ে TMC নেতা রেজ্জাক খুনে আটক ২, শওকত-আরাবুল দ্বন্দ্বের জেরেই কি খুন?
বৃহস্পতিবার সন্ধ্যায় নৃশংসভাবে খুন হন রেজ্জাক খান। একাধিক গুলি চালানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাতে প্রাণ হারান তিনি। তৃণমূলের স্থানীয় স্তরে জনপ্রিয় এবং সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন রেজ্জাক। মৃত্যুর পর তাঁর পরিবারে নেমে আসে শোকের ছায়া। তাঁর ছোট সংসারে রয়েছেন স্ত্রী, এক কন্যা ও এক পুত্র।এই অবস্থায় আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে পরিবার। ঘটনার দিন থেকেই শওকত মোল্লা জানিয়েছিলেন, এই দুঃসময়ে সরকার পরিবারের পাশে থাকবে। শনিবার পরিবারের সঙ্গে দেখা করে সরাসরি সেই প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে রেজ্জাকের স্ত্রীকে রাজ্য সরকারের গ্রুপ-ডি পদে নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রের খবর, দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। শওকত মোল্লা বলেন, রেজ্জাক শুধু দলীয় নেতা ছিলেন না, ছিলেন এলাকার এক শ্রদ্ধেয় মানুষ। তাঁর মৃত্যুর ক্ষতি অপূরণীয়। কিন্তু তাঁর পরিবার যাতে সম্পূর্ণ ভেঙে না পড়ে, তার জন্য মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ করবেন। উল্লেখ্য, গুলি চলার সময় বাইকে বাড়ি ফিরছিলেন রেজ্জাক, সঙ্গে ছিলেন তাঁর ওই দুই সহযোগী। আততায়ীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। রেজ্জাকের শরীরে গুলি লাগে এবং চোখ-মুখে ধারালো অস্ত্রের আঘাতেরও চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে চারটি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।