আরজি করে নৃশংস ঘটনার জেরে দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। এর পরিপ্রেক্ষিতে বিরোধীরা তো বটেই সাধারণ নাগরিকদের অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবি তুলেছেন। এদিকে আরজি করের ঘটনার আগেই প্রতিবেশী বাংলাদেশে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আরজি কর নিয়ে প্রতিবাদ আন্দোলন শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিবার বাংলাদেশের প্রসঙ্গ টেনে বিরোধীদের আক্রমণ করেছেন। আর এবার বাংলাদেশের সেই আন্দোলনের সঙ্গে আরজি করের তুলনা টেনে কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আরজি কর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলা হলে তা ভেঙে দেওয়া হবে। তৃণমূল বিধায়কের এই মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: 'আর কেউ জড়িত থাকলে…' পুলিশ লেখা বাইকে ঘুরত ঠান্ডা গলির সঞ্জয়, কী বলছেন প্রতিবেশীরা?
প্রসঙ্গত, সোশ্যাল মাধ্যমে চোখ রাখলেই নেটিজেনদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয় মহিলা মুখ্যমন্ত্রীর আমলে রাজ্যে বারবার এই ধরনের ঘটনায় অনেকেই পদত্যাগের দাবি জানাচ্ছেন। উদয়ন গুহ বলেছেন, ‘এই ঘটনায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যাঁরা সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, সেই আঙুলগুলি চিহ্নিত করে ভেঙে দেওয়া হবে।’ এরপরই বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এরা এপার বাংলাকে বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে।’
হাসিনার সঙ্গে মমতার তুলনা টেনে উদয়ন বলেন, ‘হাসিনা যে ভুল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না, করেননি। সেই কারণে আরজি কর মেডিক্যাল কলেজে তাণ্ডবের পরেও পুলিশ গুলি চালায়নি। কারণ পুলিশ এখানে বাংলাদেশ হতে দেবে না। সরকার এখানে বাংলাদেশ হতে দেবে না। তৃণমূলের সাধারণ কর্মীরাও তা হতে দেবেন না।’