বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC on Shahjahan's Arrest: এতদিনে নামল 'গলার কাঁটা', অস্বস্তি কাটিয়ে শাহজাহানের গ্রেফতারির 'ক্রেডিট' নিতে ঝাঁপ তৃণমূলের
পরবর্তী খবর
TMC on Shahjahan's Arrest: এতদিনে নামল 'গলার কাঁটা', অস্বস্তি কাটিয়ে শাহজাহানের গ্রেফতারির 'ক্রেডিট' নিতে ঝাঁপ তৃণমূলের
'সন্দেশখালির বাঘের' গ্রেফতারিতে তৃণমূল সেনাপতিকেই কৃতিত্ব দিচ্ছেন কুণাল। এদিকে শাহজাহানের গ্রেফতারির পর মিঠুন চক্রবর্তীর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সঙ্গে শুভেন্দু অধিকারীর গ্রেফতারিরও দাবি তুলেছেন কুণাল।
শেখ শাহজাহান
শেখ শাহজাহান গ্রেফতার হতেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিলেন কুণাল ঘোষ। এর আগে অভিষেক দাবি করেছিলেন, আদালতের আইনি জটেই নাকি শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। যদিও আদালত স্পষ্টতই অভিষেকের সেই দাবি মানতে চায়নি। তবে তৃণমূল নিজেদের বক্তব্যে অনড়। মানুষকে তারা বোঝাতে চাইছে, শাহজাহানকে তারা 'রক্ষা' করেনি। এই আবহে শাহজাহান গ্রেফতার হতেই সোশ্যাল মিডিয়ায় ফের অভিষেককে 'ধন্যবাদ জ্ঞাপন' করলেন কুণাল। তৃণমূল মুখপাত্র নিজের বার্তায় লেখেন, 'আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোরাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে। পুলিশ যা করার করেছে।' (আরও পড়ুন: গ্রেফতার শেখ শাহজাহান, ৫৫ দিন কোথায় 'লুকিয়ে' ছিলেন সন্দেশখালির 'বাঘ'?)
এরপর বিজেপিকে তোপ দেগেও একটি বার্তা পোস্ট করেন কুণাল। তাতে লেখা, 'রাজ্য পুলিশ তো কাজ করল। এবার নারদ মামলার এফআইআর-এ নাম থাকা শুভেন্দু অধিকারী এবং আলকেমিস্ট চিট ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক সিবিআই। এবার মহিলা কুস্তিগীরদের সঙ্গে অসভ্যতার নায়ক ব্রিজভূষণ গ্রেফতার হোক। এবার দেশের ব্যাঙ্ক লুঠেরাদের ধরুক ইডি।' (আরও পড়ুন: 'ভারতীয়ই নন', ট্রেকারের হেল্পার থেকে 'সন্দেশখালির বাঘ', কে এই শেখ শাহজাহান?)
এর আগে গত ২৫ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'শেখ শাহাজাহানকে ধরার ক্ষেত্রে রাজ্যের হাত বেঁধে রেখেছে বিচার ব্যবস্থা'। তবে এর একদিন পরই ২৬ ফেব্রুয়ারি, হাই কোর্টের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সেই দাবি কার্যত খারিজ করে দেওয়া হয়েছিল। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল, শেখ শাহজাহানকে গ্রেফাতারি কোনও বাধা নেই। পাশাপাশি সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশও দিয়েছিলেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।