Dev summoned by ED: 'ভবিষ্যদ্বাণী' করেছিলেন শুভেন্দু, সেইমতোই দেবকে তলব করল ED
1 মিনিটে পড়ুন Updated: 15 Feb 2024, 02:30 PM ISTAyan Das
আগামী ২১ ফেব্রুয়ারি দেবকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গরুপাচার মামলায় তাঁকে ডাকা হয়েছে। দিল্লির ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় সংস্থা। আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতায় তাঁকে দিল্লিতে ডাকা হয়েছে।
দেব। (ফাইল ছবি, সৌজন্যে সংসদ টিভি)
গরুপাচার মামলায় অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ দেবকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতায় আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। নিয়ে যেতে বলা হয়েছে যাবতীয় নথিপত্র। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল সাংসদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছেন যে ২১ ফেব্রুয়ারি তিনি হাজিরা দেবেন। পরবর্তীতেও কখনও তাঁকে তলব করা হলে তখনও ইডি বা সিবিআইয়ের কাছে যেতে তৈরি আছে। আর এমন একটা সময় তাঁকে কেন্দ্রীয় সংস্থা তলব করল, যার কয়েকদিন আগেই বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত হুমকির সুরে বলেছিলেন, ‘দেবকে সিবিআই ডেকেছিল। নিজাম প্যালেসে গিয়েছিল। দেবকে ইডি ডেকেছিল। এনামুলের সঙ্গে লিঙ্ক আছে বলে। সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গিয়েছিল। ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি। চোর তৃণমূলের কী মিটেছে, সেটা আমার ভাবার বিষয় নয়। সাফ করব আমরা।’
আর শুভেন্দু যেদিন সেই মন্তব্য করেছিলেন, সেদিনই কার্যত নিশ্চিত হয়ে যায় যে এবার তৃণমূলের টিকিটে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন দেব। ২০১৪ সাল এবং ২০১৯ সালে জিতলেও এবার আর ভোটের লড়াইয়ে দাঁড়াতে রাজি ছিলেন না। লোকসভার অধিবেশনে ‘শেষ ভাষণ’ দিচ্ছেন বলেও জানিয়ে দেন দেব। কিন্তু তারপর তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের পরে নিজের সিদ্ধান্ত পালটে ফেলেন। সূত্রের খবর, মমতা এবং অভিষেকের অনুরোধ ফেলতে পারেননি দেব।
সেই প্রসঙ্গে দেব বলেছিলেন, ‘আমি রাজনীতিকে ছাড়লেও রাজনীতি আমায় ছাড়বে না।’ তারপর মমতাকে ‘সেরা মুখ্যমন্ত্রী’-র তকমাও দেন দেব। তাঁর সঙ্গে যান আরামবাগে। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করে বলেছিলেন, 'আমি রাজনীতিতে এসেছিলাম দিদির (মমতার) হাত ধরে। আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে।'
উল্লেখ্য, গরুপাচার মামলায় এরকম এক ফেব্রুয়ারিতেই দেবকে তলব করেছিল সিবিআই। সেইমতো ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন। প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে দেব বলেছিলেন, ‘আমায় বিবৃতি দিতে বলেছিল। আমি বিবৃতি দিয়েছি। আমি এনামুল হককে (গরুপাচার কাণ্ডের অভিযুক্ত) চিনি না। আমি যত রকমভাবে পারব, সেভাবে সহযোগিতা করব।’ সেইসঙ্গে তিনি দাবি করেছিলেন যে এনামুলের থেকে কোনও উপহার নেননি।