বৃহস্পতিবার বীরভূমের পর শুক্রবার পশ্চিম মেদিনীপুর। তৃণমূল নেতাদের দুর্নীতির অশ্বমেধের ঘোড়া থামাতে ধমকের রাস্তাই বেছে নিলেন দলের জেলাস্তরের নেতা। স্পষ্ট বললেন, গাছ কাটা হোক বা অন্য কোনও দুর্নীতি, অভিযোগ এলে কাউকে ছাড়ব না। যাতে বিরোধীদের প্রশ্ন, এতদিন বাড়তে দিয়ে এখন ধর্মের বাণী শুনিয়ে কি কোনও লাভ হবে?শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড অডিটোরিয়ামে গড়বেতা ১ – ২ ও ৩ নম্বর ব্লকের বিডিও-সহ সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং হয়। এলাকার কি কি কাজ হয়েছে এবং কি কি এখনো বাকি রয়েছে তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানি, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তরা সিংহ হাজরা, সহ-সভাপতি তথা বিধায়ক অজিত মাইতি।বৈঠকে জেলাশাসক আয়েশা রানি বলেন, দ্রুত বকেয়া কাজগুলি শেষ করতে হবে। কোনও দুর্নীতিতে জড়ানো চলবে না। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।একাধিক দুর্নীতি নিয়ে সরব হন বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি। বাদ পড়েনি অবৈধভাবে গাছ কাটার ঘটনাও। তিনি বলেন, যে যত বড়ই নেতা হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েতের প্রধানদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’।