
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
একশো দিনের কাজ পেতে হলে যোগ দিতে হবে তৃণমূল কংগ্রেসে। ভাঙড়ের নেতার এহেন মন্তব্যে শুরু হয়েছে জোর বিতর্ক। তৃণমূল নেতা তথা ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত প্রধান মোদাসসের হোসেন সোমবার কাঠালিয়াতে দলীয় একটি পার্টি অফিস উদ্বোধনে এসে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যারা খাম চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে এখনও তৃণমূলে এসে 'সারেন্ডার' করেনি, তারা ফুরফুরাতে গিয়ে কাজ করুক, ভোগালিতে তাদের কোন কাজ নেই।'
পাশাপাশি তিনি আরও বলেন, 'তৃণমূলে আত্মসমর্পণ করে একশো দিনের কাজ করুক অসুবিধা নেই, না হলে ভোট এলে আবার খাম নিয়ে ঘুরে বেড়াবে সে সব হবে না।' খাম শব্দ ব্যবহার করে তিনি কার্যত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে আঙুল তুলেছেন বলে অভিযোগ।'
উল্লেখ্য, ২১-এর নির্বাচনে খাম চিহ্ন নিয়ে ভোটের মদানে নেমেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ভাঙড় আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিল তারা। সংযুক্ত মোর্চার তরফে রাজ্যের বিধানসভায় একমাত্র সদস্য হিসেবে পা রাখেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির ছোট ভাই নওসাদ সিদ্দিকি।
ভোটে জেতার পর ভাঙড়ে তাঁকে সেভাবে দেখায় যায়নি বলে অভিযোদ। কদিন আগে ভাঙড় থানায় তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করতে আসলে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। তারপর ছোট ছোট রাজনৈতিক সভা ও কর্মসূচিতে আইএসএফকে এভাবে আক্রমণ করতে শুনে বিধায়ক নওসাদ সিদ্দিকী জানান, একজন জনপ্রতিনিধির কাছে এই ধরনের মন্তব্য কখনোই কাম্য নয়, সকলকেই কাজ দিতে হবে। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাব।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports