বীরভূমের নানুরে প্রায় ২ দিন ধরে নিখোঁজ তৃণমূলের বুথ সভাপতি। নিখোঁজ বাবুলাল মণ্ডলকে উদ্ধার করে দিতে হবে এই দাবিতে রবিবার নানুরের বাসাপাড়া ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সঠিক তদন্ত করছে না পুলিশ।নানুরের সিদাই গ্রামে তৃণমূলের বুথ সভাপতি বাবুলাল শেখ। স্থানীয় কয়েকটি ব্যবসা রয়েছে তাঁর। শুক্রবার বিকেল ৪টে নাগাদ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোন বাবুলাল। রাত ৮টা নাগাদ তাঁকে ফোন করলেও কেউ ফোন ধরেনি। এর পর পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রাত ১০টা নাগাদ বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে রাস্তার পাশে উদ্ধার হয় বাবুলালের বাইক। সঙ্গে উদ্ধার হয় তাঁর মোবাইল ফোনটিও।পরিবারের দাবি, সেই শেষ। তার পর পুলিশ তদন্তে গা করছে না। ফলে ২ দিন কাটতে চললেও বাবুলালের খোঁজ নেই। নিখোঁজের স্ত্রীর দাবি, জীবিত হোক বা মৃত, স্বামীকে ফেরত চাই। নিহতের ভাই সাবুলাল শেখ জানান, ‘দাদা তৃণমূল করত। গ্রামে কয়েকবার ঝামেলা হয়েছে। তবে এই নিখোঁজ রহস্যের সঙ্গে তার যোগাযোগ রয়েছে কি না বলতে পারব না। টাকা পয়সার কোনও ব্যাপারও থাকতে পারে।’ তৃণমূলের বুথ সভাপতি নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।