ভোটের আগে যখন ফের একবার বিজেপির বিরুদ্ধে NRC লাগু করার চক্রান্ত তুলে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন ভারতীয় মুসলিমদের আশ্বস্ত করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি বললেন, যাদের ঠাকুরদাদার কবর এই মাটিতে তাদের কোনও বিপদ নেই।
মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীকবাবু বলেন, ‘বিচ্ছিন্ন ভাবে কারও কাছে কে নথি পাঠাচ্ছে, কেন নথি পাঠাচ্ছে আমার জানা নেই। কোনও হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ করতে পারবে না। কোনও ভারতীয় মুসলমানকেও উচ্ছেদ করতে পারবেন না। যে মুসলমানরা এই দেশটাকে নিজের দেশ মনে করেন, মাটিকে নিজের মাটি মনে করেন, যাদের ঠাকুরদাদার কবর এই মাটিতে তাদের কোনও বিপদ নেই। তাদের কোনও সরকার সরাবে না।’
তবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে বিজেপি কঠোর অবস্থান বজায় রাখবে তা স্পষ্ট করেছেন শমীকবাবু। তিনি বলেন, ‘যারা বেআইনিভাবে এখানে আসছেন। ওদিকে হিন্দু পেটাবেন, হিন্দু মন্দিরে আগুন লাগাবেন, আবার ভারতবর্ষে এসে CAA – NRC ছিঃ ছিঃ বলে ট্রেনে আগুন লাগিয়ে দেবেন, এসব চলবে না। এদিন শেষ।’