Primary TET 2017 result: পুজোর আগেই টেট পরীক্ষার ফল, ঘোষণা পর্ষদের
1 মিনিটে পড়ুন Updated: 29 Jun 2021, 04:19 PM IST- -এ প্রকাশিত হবে উত্তর (অ্যানসার কি)। তার আগে আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে তৃতীয় দফার টেট পরীক্ষার কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট। যা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে। সেইসঙ্গে পর্ষদের তরফে বলা হয়, ‘পর্ষদের বিজ্ঞপ্তির উপর ভরসা রাখুন। মেধার ভিত্তিতে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরাই নিয়োগপত্র পাবেন।’