বীরভূমের শান্তিনিকেতনে এক অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে বোলপুর শিক্ষানিকেতন আশ্রম কন্যা বিদ্যালয়ের চত্বরেই একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ১২ বছরের কিশোরী অঞ্জলি বাসকির নিথর দেহ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যার ঘটনা নাকি খুন করা হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: আইআইটি খড়্গপুরে ফের ছাত্রের মৃত্যু, হস্টেল থেকে মিলল চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ
পুলিশ জানায়, এ দিন সকালবেলায় স্কুলে প্রবেশের সময় এক ছাত্রীর নজরে আসে একটি ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। স্কুলের প্রধান শিক্ষিকা লিপিকা সেনগুপ্ত সঙ্গে সঙ্গে শান্তিনিকেতন থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠায় ময়না-তদন্তে। ঘটনাস্থল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তবে শুধু দেহ নয়, ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি হাতে আঁকা চিত্র ও লেখা-সহ একটি কাগজ। একটি গাছে ঝুলন্ত মেয়ের ছবি আঁকা রয়েছে ওই কাগজে। তার নিচে লেখা রয়েছে মৃত ছাত্রীর বাবা ও মায়ের নাম। এই ‘নোট’-টিকেই কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য। পুলিশ এটিকে সুইসাইড নোট হিসেবেই বিবেচনা করলেও এতে এমন কিছু বার্তা রয়েছে যা তদন্তে নতুন দিক খুলে দিতে পারে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকেরা।