চাকদহ থানার এক অফিসারের বিরুদ্ধে হয়রানি এবং হুমকির অভিযোগ তুললেন এক বৃদ্ধ। পূর্ব বক্সিপুর গ্রামের বাসিন্দা ৭০ বছরের সুবল চন্দ্র বিশ্বাসের অভিযোগ, চাকদহ থানার এক সাব ইনস্পেক্টর তাঁর স্ত্রীর কাছ থেকে ঘুষ নিয়ে তাঁকে দীর্ঘদিন ধরে ভয় দেখাচ্ছেন। এমনই অভিযোগ উঠেছে, এসআই সুন্দর গোপাল রায়ের বিরুদ্ধে। এমন অবস্থায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ।
আরও পড়ুন: ব্যবসায়ীর থেকে ‘১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও’ আইএএস অফিসার
সুবলবাবু অভিযোগ, তাঁর স্ত্রী ও পুত্রবধূ গত কয়েক বছর ধরে তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন। এমনকি, একাধিকবার থানা-পুলিশে অভিযোগ করলেও তাঁর কথা শোনা হয়নি। বরং চাকদহ থানার অফিসার সুন্দর গোপাল তাঁর স্ত্রীর কাছ থেকে ঘুষ নিয়ে চাপ সৃষ্টি করতে থাকেন বলে অভিযোগ। আরও অভিযোগ, অফিসার নিজেই তাঁর কাছে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। সুকুমারবাবুর দাবি, তাঁর উপস্থিতিতেই বাড়ির মালিকানা হাতবদলের চেষ্টা চলছে। এসআইয়ের বিরুদ্ধে অভিযোগে তিনি বলেন, ‘থানার ভেতর একটি রুমে নিয়ে গিয়ে সুন্দর বাবু ফাঁকা ১০ টাকার স্ট্যাম্প পেপারে আমাকে সই করতে চাপ দেন। আমি সই করতে অস্বীকার করি। তখন সুন্দর বাবু আমার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন। হুমকি দেন। ধমক দিয়ে আমাকে বলেন, তুই আর ওই বাড়িতে থাকতে পারবি না। ওরা আমাকে এক লাখ টাকা দিয়েছে। তুই যদি এক লক্ষ টাকা দিস অথবা এই ফাঁকা স্ট্যাম্প পেপারে সই করিস তবেই এই বুড়ো বয়সে ওই বাড়িতে থাকতে পারবি। নচেৎ কিছুই পাবি না।’
চিঠিতে তিনি লেখেন, তিনি এখন সম্পূর্ণ অসহায়। স্ত্রী ও ছেলের স্ত্রী তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বৃদ্ধ এই ঘটনার জন্য সরাসরি চাকদহ থানার অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং নিরাপত্তার দাবিতে রানাঘাট পুলিশ জেলার সুপারিনটেনডেন্টের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, এসআই তাঁর স্ত্রী ও পুত্রবধূর সঙ্গে হাত মিলিয়ে তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে।