মালদায় মদের আসরে ফের চলল গুলি। এবার গুলিবিদ্ধ হল এক চোরাচালানকারী। শুক্রবার রাতে কালিয়াচকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাক্কাকোট এলাকার ঘটনা। আহত অসীম মণ্ডলকে ইংরেজবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত অপরাজিত সরকার ওরফে কালুসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেন গুলি চলল তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, এলাকায় চোরাচালানকারীদের ২টি গোষ্ঠীর সদস্য অপরাজিত সরকার ও অসীম মণ্ডল। শুক্রবার রাতে পাক্কাকোট এলাকায় মদের আসরে ২ পক্ষ মুখোমুখি হলে বচসা শুরু হয়। তার থেকে শুরু হয় সংঘর্ষ। এরই মধ্যে বন্দুক বার করে গুলি চালায় অপরাজিত। গুলি লাগে অসীম মণ্ডলের দেহে। এছাড়া বিকাশ মণ্ডল নামে অসীমের এক আত্মীয়কে হাঁসুয়া দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ২ জনকে ইংরেজবাজারে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ জনের চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ গ্রেফতার করে অপরাজিত সরকার ও তার ২ অনুগামী রকি সিংহ ও চিরঞ্জিত মণ্ডলকে।
জানা গিয়েছে, অভিযুক্ত অপরাজিত সরকার কংগ্রেস সমর্থক। আহত অসীম মণ্ডল তৃণমূল করেন। স্থানীয়রা জানাচ্ছেন, পাচারকারীদের দৌরাত্ম্যে এলাকায় বাস করা দায় হয়ে উঠেছে। চাষের ক্ষেতের মধ্যে দিয়ে পাচার করায় ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া মাঠের মধ্যে বসে মদ্যপান করে তারা। তার জেরেও ফসলের ক্ষতি হচ্ছে। এছাড়া গুলি - গোলা সংঘর্ষ তো লেগেই রয়েছে।
এই নিয়ে গত ১ মাসে মালদা জেলায় ৭টি শ্যুটআউটের ঘটনা ঘটল। যার জেরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। কেন পুলিশের প্রতি দুষ্কৃতীদের ভয় চলে গিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। যদিও বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যজুড়ে দুষ্কৃতীরাই শাসকদলের সমস্ত পদ আলো করে বসে রয়েছে। তারা পুলিশকে ভয় পাবে কেন?