স্কুলের মধ্যে থাকা শিমুল গাছে রয়েছে দুটি বড় মৌচাক। আর সেই মৌচাকে বাজপাখির হামলায় ঘটল বিপত্তি। মৌমাছির কামড়ে জখম হলেন কমপক্ষে ১০ জন। সে এক হলুস্থুল কান্ড! পরিস্থিতি বুঝে আতঙ্কে বন্ধ রাখা হল স্কুল। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা শহর সংলগ্ন কুঞ্জনগর সিনহা পাড়ায়।
কুঞ্জনগরের বিশেষ পর্যায় প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে একটি বাজপাখি ওই মৌচাকে হামলা চালায়। স্কুল তখনও খোলেনি। তখন বেশ কয়েকজন গ্রামবাসী স্কুলের আশেপাশে ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই মৌমাছির আক্রমনে জখম হয়েছেন। অনেকেই স্কুলের মাঠে গরু-ছাগল বেঁধে রাখেন। মৌমাছির আতঙ্কে শুক্রবার স্কুলের মাঠে গরু-ছাগল দেখা যায়নি। পরে স্থানীয়রা স্কুলের শিক্ষকদের এই খবর দেন। এই খবর পেয়ে শিক্ষকদের অনেকেই নির্দিষ্ট সময়ের আগে স্কুলে চলে যান। কিন্তু সেখানে গিয়ে তারা লক্ষ্য করেন গ্রামবাসীদের দেওয়া খবর মতোই সেখানে বন বন করে উড়ছে মৌমাছি। এরপর স্কুলের শিক্ষকরা ব্লক প্রশাসন এবং স্কুল পরিদর্শকের সঙ্গে যোগাযোগ করেন। তার পরে পরিস্থিতির কথা মাথায় রেখে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। পড়ুয়াদের আক্রান্ত হওয়ার আশঙ্কায় স্কুলে আসার আগেই তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।