
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আবারও প্রকাশ্যেই চলল এলোপাথাড়ি গুলি! এই ঘটনা ঘটেছে কলকাতা শহর লাগোয়া রাজারহাট এলাকায়। প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে, এই ঘটনার নেপথ্যে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। শোনা যাচ্ছে, শুক্রবার (৪ এপ্রিল, ২০২৫) তৃণমূল কংগ্রেসের স্থানীয় দুই গোষ্ঠীর সদস্য়রা পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তার জেরেই এলাকায় প্রকাশ্যে গুলি চলে বলে অভিযোগ।
আরও দাবি করা হচ্ছে, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং রাজারহাট-নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে বিবাদের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে যখন মারপিট হচ্ছিল, তখনই গুলি চলে। অভিযোগ করা হচ্ছে, তাপসের অনুাগামীরাই নাকি সব্যসাচীর অনুগামীদের উপর প্রথম হামলা চালান। পালটা রুখে দাঁড়ান সব্যসাচীর অনুগামীরাও। তার ফলেই অশন্তি শুরু হয়। ক্রমে তা সংঘর্ষের আকার নেয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় সংবাদমাধ্যমে সব্যসাচী দত্ত ও তাপস চট্টোপাধ্য়ায়ের যে বক্তব্য় সামনে এসেছে, তাও পরস্পরবিরোধী। সব্যসাচীর দাবি, তিনি এই সংঘর্ষের কথা শুনেছেন। তাঁর মতে, যারা এসব করে, তারা সব দুষ্কৃতী। দুষ্কৃতীদের কোনও আলাদা পরিচয় হয় না। তাদের একটাই পরিচয় - তারা দুষ্কৃতী। সব্য়সাচীর দাবি, এইসব দুষ্কৃতীদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোটেও প্রশ্রয় দেন না।
অন্যদিকে তাপস চট্টোপাধ্যায় একেবারে উলটো দাবি করেন। তিনি বলেন, রাজারহাট - নিউ টাউন এলাকায় সকলেই তাঁর অনুগামী। তাঁরা কেউই দুষ্কৃতী নন। তাপসের অভিযোগ, জনমানসে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ধরনের সমস্ত ঘটনা ঘটানো হচ্ছে। তবে, পুলিশ তদন্ত শুরু করেছে। তাতে কী উঠে আসে, আপাতত সেটাই দেখতে চান তিনি।
স্থানীয় সূত্র মারফত আরও জানা গিয়েছে, রাজারহাটের নারায়ণপুর থানা এলাকার ইজরায়েলি পাড়ায় এদিন সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। এই এলাকারই বাসিন্দা হলেন আজাদ বাবা নামে এক ব্যক্তি। সংঘর্ষ চলাকালীন সেই আজাদ বাবার বাড়িতেই নাকি গুলি চলে!
অভিযোগ যেটা উঠে আসছে, তা হল - সম্প্রতি ইদ উপলক্ষে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে নিমন্ত্রণ করেছিলেন এই আজাদ বাবা। তাতেই নাকি তাপস চট্টোপাধ্যায় তাঁর উপর ক্ষুব্ধ হন। মনে করা হচ্ছে, নেতার এই ক্ষোভের কারণে তাপসের অনুগামীরা এই আজাদ বাবার বাড়িতে হামলা চালান। আর, তার জেরেই এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে।
সংবাদমাধ্যমে আজাদ অভিযোগ করেছেন, যেহেতু তিনি সব্যসাচী দত্তকে ইদে নিমন্ত্রণ করেছিলেন, তাই তাপস চট্টোপাধ্য়ায় আজাদের বাবাকে উদ্দেশ করে নাকি অশালীন কিছু মন্তব্য করেন। আজাদ-সহ সব্যসাচীর অনুগামীরা এই আচরণের প্রতিবাদ করেন বলে দাবি। অভিযোগ, এরপরই তাপসের অনুগত প্রায় ১০০ জন মোটরবাইকে করে এসে আজাদ ও অন্যদের উপর হামলা চালান।
আজাদের বক্তব্য, 'তাপসের গুন্ডাবাহিনী' তাঁদের উপর হামলা চালিয়েছে। তাঁদের মারধরও করা হয়েছে। এমনকী, গন্ডগোল চলার সময় ঘরের ভিতরে ঢুকে গুলি চালানোর অভিযোগও উঠেছে। আজাদ জানিয়েছেন, তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানাবেন এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করবেন।
অন্যদিকে পুলিশের বক্তব্য, ইতিমধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports