পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বেসুরো পোস্ট। পোস্টে তিনি লিখেছেন 'দলের পুরানো কর্মীরা ভালো হেয় নেই।' উত্তরবঙ্গের এই হেভিওয়েট তৃণমূল নেতার পোস্টকে ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের মধ্যে অন্তর্কলহ কি তবে তীব্র হচ্ছে?এই পোস্ট নিয়ে রবীন্দ্রনাথ ঘোষের এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে উত্তরবঙ্গে তাঁর সঙ্গে উদয়ন গুহর 'সুসম্পর্ক' প্রায়শই রাজনৈতিক মহলের চর্চার বিষয় হয়ে ওঠে। গত পঞ্চায়েত নির্বাচনের অশান্তি নিয়ে দু'জনে দুরকম মত প্রকাশ করেন। কোচবিহারে তৃণমূলের এক বিজয়া সম্মিলনীতে উদয়ন অশান্তির কথা স্বীকার করে নেন। অন্য দিকে ওই মঞ্চ থেকেই রবীন্দ্রনাথ দাবি করেন কোনও অশান্তিই হয়নি। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারে ১২৮টি আসনের মধ্যে ১২৬টি গিয়েছিল তৃণমূলের দখলে। ওই মঞ্চ থেকেই ২০১৯-এর লোকসভা ভোটে খারাপ ফলের জন্য মঞ্চে বসে থাকা নেতাদের একাংশের দিকে আঙুল তোলেন। প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা ভোটে নাটাবাড়ি থেকে লড়ে বিজেপি প্রার্থী মিহির গোস্বামীর কাছে পরাজিত হয়েছিলেন রবীন্দ্রনাথ। মঙ্গলবার প্রবীণ তৃণমূল নেতার ফেসবুক পোস্ট আবার মনে করিয়ে দিল উত্তরবঙ্গে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব মিটেও মেটেনি।