এবার চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। সোমবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে পোস্টার সেঁটে এই অভিযোগ জানানো হয়েছে। তবে কারা এই পোস্টার সাঁটিয়েছে তার কোনও উল্লেখ নেই। রবিবাবুর দাবি, এই ঘটনায় নিশীথ প্রামাণিকের হাত রয়েছে।সোমবার সকালে কোচবিহার শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার পাশে দেখা যায় পড়েছে পোস্টার। তাতে লেখা, রবীন্দ্রনাথ ঘোষ ও জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার চাকরি দেওয়ার নাম করে বহু যুবক – যুবতীর কাছ থেকে টাকা তুলেছেন। তাদের কেউ চাকরি পায়নি। চেয়েও টাকা ফেরত পায়নি তারা। তাদের বাড়ি ঘেরাও করে টাকা আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টারে।অভিযোগ অস্বীকার করে রবিবাবু বলেন, ‘বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নামে অভিযোগ হয়েছে। তার বাবার নামে আবাস যোজনার ঘর বণ্টন হয়েছে। সেটা তো ঢাকতে পারছে না। তাই বেনামি ভাবে আমার নামে এসব অভিযোগ করছে। বাড়ি ঘেরাও তো পরের কথা, বুকের পাটায় জোর থাকলে আগে সামনে আসুক।