গত ২১ ফেব্রুয়ারি থেকে কলকাতা–কোচবিহার রুটে চালু হয়েছে সিঙ্গল ইঞ্জিন বিমান। এই বিমান পরিষেবা চালু হওয়ার পর থেকেই রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বিজেপিকে আক্রমণ করেছিলেন। এবার এই বিমানের টিকিট বিক্রি নিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্র নাথ ঘোষ। তাঁর অভিযোগ, বিজেপি কার্যালয় থেকে কলকাতা–কোচবিহার বিমানের টিকিট দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
রবীন্দ্রনাথের অভিযোগ, সাধারণ মানুষের সুবিধার জন্য এই বিমানে আগামী তিন মাস পর্যন্ত টিকিটের দাম করা হয়েছে ৯৯৯ টাকা। কিন্তু, সাধারণ মানুষ সেই টিকিট পাচ্ছে না। বিজেপি নিজেদের ইচ্ছেমতো নিজেদের লোককে কলকাতায় নিয়ে যাচ্ছে। তার জন্য দলের পার্টি অফিস থেকে বিজেপি কর্মীদের এই টিকিট দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষের কোনও লাভ হচ্ছে না বলেই দাবি করেছেন তৃণমূল নেতা। তিনি বলেন, ‘সব টিকিট বিজেপির পার্টি অফিস থেকে দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীরা কলকাতা যাচ্ছেন। তাহলে সাধারণ মানুষের লাভ কী হল।’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই বিমানে করে প্রথম দিন কলকাতা থেকে কোচবিহারে ফিরেছেন বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। তিনি বলেন, ‘আমরা টিকিট কেটে বিমানে করে ফিরেছি। তৃণমূলের অভিযোগের কোনও গুরুত্ব নেই। আমরা চাই নিয়মিত বিমান চলুক। সাধারণ মানুষ সেই পরিষেবা উপভোগ করুক।’