বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Primary TET 2022 Certificate Download: প্রকাশিত প্রাথমিক TET-র সার্টিফিকেট, কীভাবে ডাউনলোড করতে হবে? দেখুন এক ক্লিকেই
পরবর্তী খবর
Primary TET 2022 Certificate Download: প্রকাশিত প্রাথমিক TET-র সার্টিফিকেট, কীভাবে ডাউনলোড করতে হবে? দেখুন এক ক্লিকেই
'২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষার শংসাপত্র বা সার্টিফিকেট প্রকাশিত হল। তবে নিয়োগ দুর্নীতির জটে পূর্ববর্তী টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ায় কবে ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউয়ের ডাক পাবেন, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।
প্রাথমিক টেটের সার্টিফিকেট প্রকাশিত হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
প্রকাশিত হল ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষার শংসাপত্র বা সার্টিফিকেট। যাঁরা টেট দিয়েছিলেন, তাঁরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org বা wbbprimaryeducation.org থেকে নিজেদের শংসাপত্র বা সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। তবে নিয়োগ দুর্নীতির জটে পূর্ববর্তী টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ায় কবে ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউয়ের ডাক পাবেন, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। পর্ষদের তরফেও কিছু জানানো হয়নি।
শনিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ছ'টা থেকে অনলাইনে প্রাথমিক টেট পরীক্ষার (২০২২ সালের প্রাথমিক টেট) সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org বা wbbprimaryeducation.org থেকে সেই কাজটা করতে হবে। শুধুমাত্র প্রাথমিক টেট উত্তীর্ণরা শংসাপত্র ডাউনলোড করতে পারবেন বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।
কীভাবে ২০২২ সালের টেটের শংসাপত্র বা সার্টিফিকেট ডাউনলোড করবেন?
১) পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট বা wbbprimaryeducation.org-তে যেতে হবে।
২) ‘Teacher Eligibility Test, 2022 (TET-2022)’-তে ক্লিক করতে হবে। একটি নয়া পেজ খুলে যাবে।
৩) ‘TET-2022 CERTIFICATE - DOWNLOAD’-তে ক্লিক করতে হবে। তাহলে একটি নয়া পেজ খুলে যাবে।
উল্লেখ্য, গত বছর ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। তারপর ১১ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল রেজাল্ট। তবে ইন্টারভিউ কবে হবে, তা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। সূত্রের খবর, আগে ২০১৪ সালের প্রাথমিক টেট এবং ২০১৭ সালের প্রাথমিক টেটের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে রাজ্য সরকার। তারপর ২০২২ সালের টেট উত্তীর্ণরা সুযোগ পাবেন। আর লাগামছাড়া নিয়োগ দুর্নীতির জেরে টেট উত্তীর্ণ হয়েও চাকরির জন্য হাপিত্যেশ করে বসে থাকতে হচ্ছে বলে হতাশা প্রকাশ করেছেন তাঁরা।