
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আজ, শনিবার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা আছে। আজ, শনিবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তাঁর সুরক্ষার প্রোটোকলে রেড রোড এবং ময়দান সংলগ্ন একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে সকালের মধ্যেই এই যান নিয়ন্ত্রণ শেষ হয়ে যাবে। তাই কলকাতাবাসীকে দুর্ভোগে পড়তে হবে না। হেলিকপ্টারে ১০টা ২০ মিনিট নাগাদ নরেন্দ্র মোদী পৌঁছবেন কৃষ্ণনগর। সেখানে তাঁর সরকারি ও দলীয় কর্মসূচি রয়েছে। দুপুর ১২টা ১০ মিনিটে কৃষ্ণনগর হেলিপ্যাড থেকে আকাশপথে পানাগড় রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টা নাগাদ রওনা হবেন গয়ার উদ্দেশে।
এদিকে কৃষ্ণনগরে সভার জেরে বাস পাওয়া যাচ্ছে না গোটা জেলাজুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এখানে। আর তাই চরম ভোগান্তিতে পড়েছেন নদিয়ার সাধারণ মানুষ এবং নিত্যযাত্রীরা। যাত্রী পরিবহণের জন্য আজ, শনিবার খুব কম বাস রয়েছে। বেশির ভাগ বাসই বিজেপি কর্মী–সমর্থকরা দখল করেছে। নরেন্দ্র মোদীর সভার জন্য বিজেপির পক্ষ থেকে আগাম ভাড়া নেওয়া হয়েছে বাসগুলি। তাই বাস না মেলায় মানুষ ক্ষোভ প্রকাশও করেছেন। এই জেলায় আজ বাস অমিল থাকায় যাতায়াতে বিস্তর সমস্যায় পড়েছেন আমজনতা। টোটো বা অটো গলির মধ্যে যাতায়াত করে। তা দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: শাহজাহান গ্রেফতার হয়ে সিআইডি জেরার মুখে, বসিরহাট থানার আইসি বদল
অন্যদিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকে টার্গেট করা হয়েছে। কারণ এখানের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখানে অন্য জেলা থেকে দু’লক্ষ কর্মী–সমর্থককে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখানে কর্মী এবং সমর্থকদের সভাস্থলে আনতে জোর দেওয়া হয়েছে বাস এবং ছোট গাড়ির উপর। তাই তুলে নেওয়া হয়েছে নদিয়ার অধিকাংশ বাস। প্রধানমন্ত্রীর জনসভায় কর্মী–সমর্থকদের জমায়েতের জন্য নদিয়ার করিমপুর, তেহট্ট, কালীগঞ্জ, নাকাশিপাড়া, পলাশিপাড়া সহ নানা এলাকা থেকে সব মিলিয়ে ৪১২টি বাস এবং একশোর বেশি ছোট গাড়ি ভাড়া করা হয়েছে। তাছাড়া মতুয়া ভোট এখানে বড় ফ্যাক্টর। নরেন্দ্র মোদীর মুখেই সিএএ নিয়ে বার্তা শুনতে চায় মতুয়া সম্প্রদায়ের মানুষজন।
এছাড়া আগামী ৬ মার্চ আবার কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী। সেদিনই ইস্ট–ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশের আনুষ্ঠানিক সূচনা করার কথা। তাই এখন থেকেই সাজ সাজ রব মেট্রোয়। শুক্রবার গঙ্গার নীচের সফরের মহড়া দেয় মেট্রো কর্তৃপক্ষ। তবে কৃষ্ণনগরের সভার জেরে বাস মিলছে না সাধারণ মানুষের। এই বিষয়ে নদিয়া বাসমালিক সমিতির সভাপতি কুণাল ঘোষ বলেন, ‘প্রধানমন্ত্রীর সভার জেরে বহু বাস তুলে নেওয়া হয়েছে। যে বাসগুলি থাকবে তা দিয়ে পরিষেবা স্বাভাবিক রাখা কঠিন।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports