1 মিনিটে পড়ুন Updated: 22 Aug 2023, 11:28 AM ISTMD Aslam Hossain
গত ফেব্রুয়ারি মাসে কেএমডিএ হাওড়া সিটি পুলিশের কাছে এই সেতু মেরামতের জন্য অনুমতি চেয়েছিল। এর জন্য সেতুর একাংশ বন্ধ রাখার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছিল কেএমডিএ। কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি। সম্প্রতি হাওড়া পুলিশ অনুমতি দিয়েছে। তারপরেই কাজ শুরু হয়েছে।
বঙ্কিম সেতু। ছবি ফেসবুক
পুলিশের অনুমতি পাওয়ার পরে শুরু হয়েছে হাওড়ার বঙ্কিম মেরামতির কাজ। দীর্ঘ কয়েক দশক ধরে সেতুর মেরামত না হওয়ায় অবিলম্বে সেতুটি মেরামত করার পরামর্শ দিয়েছিল বিশেষজ্ঞ কমিটি। এখন ওই সেতুর মেরামতি করছে কেএমডিএ। কিন্তু, মেরামতির সময় ঘটল বিপত্তি। ভেঙে পড়ল সেতুর কংক্রিটের ব্লকের একাংশ। মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলে সেতুর কংক্রিটের চাঙড় ভেঙে পড়ে। তবে ঘটনার সময় সেতুর নিচে কোনও মানুষজন ছিল না। সেক্ষেত্রে বড়সড় বিপদ ঘটতে পারত বলেই অনেকের আশঙ্কা।
জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে কেএমডিএ হাওড়া সিটি পুলিশের কাছে এই সেতু মেরামতের জন্য অনুমতি চেয়েছিল। এর জন্য সেতুর একাংশ বন্ধ রাখার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছিল কেএমডিএ। কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি। সম্প্রতি হাওড়া পুলিশ অনুমতি দিয়েছে। তারপরেই কাজ শুরু হয়েছে। এর আগে যে বিশেষজ্ঞ কমিটি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করেছিল তারা জানিয়েছিল সেতুর এক্সপ্যানশন জয়েন্ট পাল্টানোর প্রয়োজন রয়েছে। তাছাড়া, সেতুর মধ্যবর্তী অংশে কেবল ডাক্টের উপরে থাকা কংক্রিটের অংশও মেরামত করতে হবে। কারণ কংক্রিটের অংশগুলি দীর্ঘদিন ধরে থাকার ফলে ভগ্নপ্রায় হয়ে গিয়েছে। সোমবার সেতু মেরামতের সময় সেই কংক্রিট ব্লকের একাংশ ভেঙে পড়ে। বাকি অংশ বিপজ্জনক ভাবে রাস্তার ওপরে ঝুলছিল। খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকলবাহিনী। তারা সেতু থেকে ঝুলতে থাকা চাঙড় নামিয়ে আনেন।