পানিহাটিতে ফের হুমকি ফোন ঘিরে চাঞ্চল্য। এবার সরাসরি হুমকি দেওয়া হল পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে’কে। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক নম্বর থেকে একাধিকবার ফোন এসেছে। শুধু তাই নয়, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও তাঁর এবং কাউন্সিলর সম্রাট চক্রবর্তীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তীব্র উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: ‘সরকারিভাবে মাঠ অধিগ্রহণ হচ্ছে’, পানিহাটির নতুন পুরপ্রধান হয়ে বললেন সোমনাথ দে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ তারিখ সোমনাথ দের মোবাইলে প্রথম ফোন আসে। সে সময় তিনি একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় কল ধরতে পারেননি। পরে খেয়াল করেন, নম্বরটি আন্তর্জাতিক। এর পরদিন, ১৭ তারিখ ফের একই নম্বর থেকে ফোন আসে। সোমনাথ দের দাবি, এটি সেই একই নম্বর যেখান থেকে আগে কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এবার তাঁকেও একইভাবে নিশানা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার আগেই পানিহাটির ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছিল। শপথ গ্রহণের পরও থেমে থাকেনি হুমকি। একে একে পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দে এবং ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীর কাছেও একই ধরনের কল গিয়েছিল। সবগুলিই এসেছিল আন্তর্জাতিক নম্বর থেকে।