কর্তব্যরত নার্সকে চড় মারার অভিযোগ মুর্শিদাবাদের সালারের তৃণমূল প্রধানের বিরুদ্ধে। রবিবার সকাল থেকেই এই ঘটনার বিরুদ্ধে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসে প্রতিবাদ জানাচ্ছেন হাসপাতালের নার্সরা।
আরও পড়ুন - ইসলাম ছাড়া অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যের, ফিরহাদের মন্তব্যের বিরোধিতা করলেন না মমতা
পড়তে থাকুন - নিজের বুথে পেয়েছেন ৪১টা ভোট, ও আবার নেতা না কি? হিন্দু ব্লক সভাপতিকে ছাড়াই সভা করলেন হুমায়ুঁ কবির
অভিযোগ, শনিবার রাত্রে সালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজি বিবি ভোর রাতে তাঁর অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন। তখনই কর্তব্যরত একজন নার্সকে চড় মারেন তিনি। স্বাস্থ্য কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। একজন জনপ্রতিনিধির এই আচরণে রবিবার সকাল থেকে একজোট হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ঘটনার প্রতিবাদে হাসপাতালে গেটের সামনে ধরনায় বসেছেন কর্তব্যরত নার্সরা। তাদের দাবি ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত প্রধানের সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আরও পড়ুন - মুসলিমরা শুধু বোমা বাঁধবে? আর নিজের বুথে হেরে দল চালাবেন হিন্দু নেতারা? দলীয় বৈঠকে প্রশ্ন TMC নেতার
আক্রান্ত নার্স জানিয়েছেন, শনিবার রাতে আমি তখন ডিউটিতে ছিলাম। একটি মেয়েকে নিয়ে এক মহিলা হাসপাতালে আসেন। মেয়েটিকে ইনজেকশন দিতে আমি পাশের ঘরে ডাকি। কারণ যে ঘরে মেয়েটি ছিল সেখানকার আলোটি মাঝে মাঝে নিভে যায়। মেয়েকটিকে নিয়ে আসেন একজন মহিলা। পরে তিনি নিজেকে সালারের প্রধান বলে দাবি করে বলেন, কেন মেয়েকে ইনজেকশন দেওয়ার জন্য অন্য ঘরে নিয়ে যেতে হবে? এর পর আমাদের চাকরি খেয়ে নেবেন বলে হুমকি দিতে থাকেন তিনি। এরই মধ্যে একজন পুরুষ এসে অভিযোগ করতে থাকেন আমরা রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করি। তিনি মারমুখি হয়ে ওঠেন। তখন হাসপাতালের গ্রুপ ডি কর্মী তাঁকে রোখার চেষ্টা করেন। এরই মধ্যে মহিলা এসে আমার গালে কষিয়ে চড় মারেন। যার জেরে আমি মাটিতে পড়ে যাই। চড়ের আঘাতে আমার নাকের হাড় ভেঙে গিয়েছে।