কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল এই কর্মসূচি পালন করার কথা রয়েছে। তবে অনেক শীর্ষ নেতা রাজ্যের বাইরে আছেন বলে তারা কর্মসূচিতে যোগ দিতে পারবেন না। এনিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। পালটা বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। তারা কোনওভাবেই বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি থেকে পিছপা হবে না বলে জানিয়েছে।
প্রসঙ্গত, রাজবংশী যুবকের হত্যার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। এ প্রসঙ্গে কটাক্ষ করে বিজেপির কোচবিহার জেলার সভাপতি সুকুমার রায় বলেন, ‘আমরা কথা কম বলি কাজ বেশি করি। ১৯ ফেব্রুয়ারি কী হয় দেখা যাবে। আমরা কলকাতা থেকে ফিরে গিয়ে এ বিষয়ে বৈঠক করব।’ যদিও পালটা তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, বিজেপি কী কর্মসূচি করবে সেটা তাদের ব্যাপার। তবে আমাদের সমস্ত নেতাকর্মীরা এই কর্মসূচিতে থাকবেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ভেটাগুড়ির বাড়ি ঘেরাও কর্মসূচি সফল করার জন্য শুক্রবার তৃণমূলের ছাত্র পরিষদ কর্মীসভা করেছে। সেখানে কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উল্লেখ্য, প্রেম কুমার বর্মণ নামে এক যুবকের মৃত্যু হয়েছিল বিএসএফের গুলিতে। গত ১১ ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙ্গায় সভা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত করানো হয় প্রেমের বাবা মাকে। সেই সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। তৃণমূল সূত্রের খবর, জেলার বিভিন্ন প্রান্তের ২৫ হাজার কর্মী সমর্থকদের সমাবেশের লক্ষ্যমাত্রা রয়েছে তৃণমূল কংগ্রেসের।