লাল বাতি গাড়ি নেই।চারপাশে খাঁকি উর্দিধারীদেরও দাপট নেই। একেবারে সাধারণ পোশাকেই এক ব্যক্তি জলপাইগুড়ি শহরে সাইকেলে চেপে ঘুরে বেড়ালেন। তবে এমন তো অনেকেই করেন। কিন্তু একটু পরেই শহরবাসী অনেকেই বুঝতে পারেন, আসলে যিনি সাইকেলে চেপে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়, তিনি আর কেউ নন জলপাইগুড়ির নয়া পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গণপত।এমনিতে পরিচ্ছন্ন শহর জলপাইগুড়ি। বেশ ছিমছাম। প্রশস্ত রাস্তা। তবে ইদানিং সেই রাস্তার কিছু পয়েন্টে যানজট হচ্ছে। তবে এবার একেবারে সাইকেলে চেপে শহরের যান ব্যবস্থা খতিয়ে দেখলেন খোদ জেলা পুলিশ সুপার। একেবারেই অন্যরকম ব্যাপার।রবিবার সকালে ক্লাব রোডে পুলিশ সুপারের বাংলো থেকে সাইকেল চেপে বেরিয়েছিলেন তিনি। এরপর তিনি বড় পোস্ট অফিস মোড়, কদমতলা, শান্তিপাড়া হয়ে গোশালা মোড়়ে যান। পথে তিনি গান্ধী মোড়, তিন নম্বর ঘুমটি, থানা মোড়, কদমতলা মোড়, বেগুনটারি রাজবাড়ি পার্ক, রায়কতপাড়া সহ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেনষ শহরবাসীর একাংশের মতে, শহরের বিভিন্ন মোড়ে দিনের ব্যস্ততম সময়ে কিছুটা যানজট হয়। সেক্ষেত্রে যান চলাচলের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।তবে এদিন পুলিশ সুপারের সঙ্গেই অপর একটি সাইকেলে ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী সহ কয়েকজন পুলিশ আধিকারিক ছিলেন। তবে খোদ পুলিশ সুপার সাইকেলে চেপে শহরে ঘুরছেন একথা জানাজানি হতেই শহরবাসী তো কার্যত হতবাক। কারণ সাধারণত পুলিশ, প্রশাসনের কর্তাদের গাড়ি চেপে যেতে দেখতেই অভ্যস্ত শহরবাসী। তবে এবার একেবারে অন্য় ছবি। সাইকেলে চেপে শহর ঘুরলেন খোদ পুলিশের বড় কর্তা। সবে ১২ মার্চ তিনি শহরে এসেছেন। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি। তবে কেন তিনি সাইকেলে চেপে ঘুরলেন?পুলিশ সুপার সংবাদমাধ্যমে জানিয়েছেন, গাড়িতে চেপে অনেক সময় অনেক কিছুই নজর এড়িয়ে যায়। সেকারণেই এদিন তিনি সাইকেলে চেপে শহর ঘুরে দেখার সিদ্ধান্ত নেন। মূলত শহরের যান চলাচলের পরিস্থিতি কেমন, কোন রাস্তায় কতগুলি ট্রাফিক বুথ রয়েছে. কোন রাস্তার মোড়ে সিগন্যাল ব্যবস্থা কেমন সবটাই খোঁজ নেন পুলিশ সুপার।তবে এদিন তিনি মূলত তিনি ভোরের দিকে শহর দেখতে বেরিয়েছিলেন। তবে পুলিশ সুপারের ভূমিকায় মোটের ওপর খুশি সাধারণ মানুষ। তাঁদের দাবি এভাবে পুলিশ, প্রশাসনের কর্তারা মাঝেমধ্যে গাড়ি ছেড়ে যদি সাইকেলে বা হেঁটে শহরে বের হন তবে তাঁরা গোটা পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন। মূলত শহরবাসী রোজকার কোন ধরনের সমস্যার মুখোমুখি হন সেটা তাঁরাও অনুভব করতে পারবেন।