বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bagdogra-Darjeeling Bus: চালু হল বাগডোগরা থেকে দার্জিলিং পর্যন্ত সরকারি বাস পরিষেবা, কত ভাড়া? কখন পাবেন?
পরবর্তী খবর
পর্যটকদের সুবিধার কথা ভেবে বাগডোগরা থেকে দার্জিলিং পর্যন্ত বাস পরিষেবা চালু করল জিটিএ ট্যুরিজম। এর আগে বাগডোগরা থেকে দার্জিলিং পর্যন্ত সরকারি বাস পরিষেবা ছিল না। যার ফলে বাগডোগরা থেকে দার্জিলিং যেতে গিয়ে ব্যাপক সমস্যার মুখে পড়তে হতো পর্যটকদের। তবে নতুন বাস পরিষেবা চালু হওয়ার ফলে পর্যটকরা উপকৃত হবেন বলেই মনে করছে জিটিএ ট্যুরিজম কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং পর্যন্ত দু'টি বাস চালু করা হয়েছে। যার মধ্যে বাগডোগরা থেকে একটি বাস ছাড়বে দুপুর ২ টোর সময় এবং অন্য বাসটি ছাড়বে বিকেল ৪ টে নাগাদ। এই বাস পাওয়া যাবে বাগডোগরা বিমানবন্দরের একেবারেই বাইরেই। বাগডোগরা থেকে দার্জিলিং যেতে এই বাসের ভাড়া মাত্র ৪০০ টাকা ধার্য করা হয় হয়েছে।