
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রোহিত শর্মাকে বাদ দেওয়া হোক! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে শুভমন গিলের সঙ্গে ওপেন করতে পাঠানো হোক তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়কে। এমনই সওয়াল করলেন নেটিজেনদের একাংশ। সোমবার সন্ধ্যার দিকে ফেসবুকে ‘বীরভূম মিমস’ নামক একট পেজের তরফে একটি পোস্টে বলা হয়, 'সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওপেনিং জুটি: রোহিত শর্মা ও শুভমন গিল - না। সৌগত রায় ও শুভমন গিল - হ্যাঁ।' আর সেই পোস্টের কমেন্টে নেটিজেনদের কটাক্ষের মাত্রা আরও তীক্ষ্ণ ছিল। এক নেটিজেন বলেন, 'ওঁনাকে একবার সুযোগ দেওয়া দরকার। এখন উনি খুব ভালো ব্যাট করেন।'
সেখানেই থামেনি কটাক্ষ। সৌগতকে নিশানা করে রীতিমতো কটাক্ষের বন্যা বয়ে যায়। এক নেটিজন বলেন, 'উনি সেঞ্চুরি করবেন।' একজন তো আরও একধাপ এগিয়ে গিয়ে বলেন, ‘লর্ডসের মেঘলা সকালে স্যাঁতস্যাঁতে পিচে সৌগতবাবু ব্যাট করছেন। আর মিচেল স্টার্ক বল করছেন। দারুণ।’ অপর একজন বলেন, 'রোহিতকে বাদ দিয়ে সৌগত রায়কে দিয়ে ওপেন করানোর আবেদন করছি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে।'
আর সেই যে কটাক্ষের ঝড় উঠেছে, সেটার নেপথ্যে আছে দমদমের তৃণমূলের সাংসদের একটি মন্তব্য। একটি সংবাদসংস্থায় তিনি বলেন, ‘আমি শুনেছি সম্প্রতি রোহিত শর্মার ফর্ম খুব খারাপ যাচ্ছে। ও একটি শতরান করেছে। তাছাড়া দু’রান, তিন রান, চার রান, পাঁচ রানেই আউট হয়ে যায়। ওর দলে থাকার যোগ্যতা নেই। ভারত জিতে যাচ্ছে, কারণ অন্য খেলোয়াড়রা ভালো খেলছে। অধিনায়কের কোনও অবদান নেই। শামা মহম্মদ যা বলেছেন, সেটা সত্যি।'
যে শামার সমর্থনে সৌগত সেই মন্তব্য করেছেন, তাঁর পাশে অবশ্য কংগ্রেসই দাঁড়ায়নি। রবিবার দুবাইয়ে ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচের মধ্যেই কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা বলেন, ‘একজন খেলোয়াড়ের নিরিখে রোহিত শর্মা বেশি মোটা। আর অবশ্যই উনি ভারতের ইতিহাসে সবথেকে বাজে অধিনায়ক।’ যদিও তুমুল রোষের মুখে সেই টুইট ডিলিট করে দিয়েছেন শামা।
তাতে অবশ্য বিতর্ক থামেনি। শামা এবং কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা। রোষের মুখে পড়েছেন সৌগতও। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য বলেন, ‘ক্রীড়াবিদদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের। কারণ তাঁরা নিজেদের পেশাদার কেরিয়ার সামলাতে পারেন। এই সব দলের নেতাদের যে মন্তব্য করেছেন, তা স্রেফ চূড়ান্ত লজ্জার নয়, জঘন্যও বটে। তাঁরা একজন অ্যাথলিটের বডিশেমিং করেছেন। দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন।’
আরও পড়ুন: IND vs AUS: ‘এটা আমাদের ঘর নয়, এটা দুবাই’, ছিঁচকাদুনেদের মুখে সেলোটেপ লাগালেন রোহিত!
সেইসঙ্গে কড়া ভাষায় কংগ্রেসের জাতীয় মুখপাত্র এবং তৃণমূল সাংসদকে আক্রমণ শানিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এই ধরনের মন্তব্যের মাধ্যমে আমাদের ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রমকে খাটো করা হয়। যাঁরা অনেক কিছু বিসর্জন দিয়ে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports