স্বামী মানসিক ভারসাম্যহীন। এমনটাই দাবি করলেন ২১ জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছ থেকে অস্ত্রসহ শেখ নুর আমিনের স্ত্রী পুনম বেগম। তাঁর দাবি, স্বামী বিএসএফে টেন্ডার সরবরাহ করতেন। সঙ্গে ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসা রয়েছে তাঁর। কী করে স্বামীর কাছে অস্ত্র পৌঁছল এব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন ধৃতের স্ত্রী।এদিন দুপুরে কসাইপাড়ায় নুর আমিনের শ্বশুরবাড়ির সামনে গিয়ে দেখা যায় সেখানে ভিড় করেছে স্থানীয় যুবারা। স্ত্রী পুনম বিবি সাংবাদিকদের দেখেই ক্ষেপে যান। ক্যামেরা বন্ধ করতে বলেন। এর পর নাছোড় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, স্বামী শুক্রবার বাড়ি আসে। সোমবার চলে যায়। গতকাল কথা হয়েছিল। নুর আমিন জানিয়েছিলেন আজ বাড়ি ফিরবেন। তার মধ্যেই বাড়িতে খবর আসে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।তিনি বলেন, ‘স্বামী বিএসএফে টেন্ডার সরবরাহ করেন। সঙ্গে তাঁর ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসা রয়েছে’। তিনি বলেন, ‘আমার স্বামীর গাড়ি থেকে কী করে অস্ত্র উদ্ধার হয়েছে জানি না। ওরা লাইটারকে অস্ত্র বলছে। আমার স্বামী মানবাধিকার সংগঠনের সদস্য। তাঁর মানসিক সমস্যা রয়েছে’।জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা শেখ নুর আমিনের পরিবার বর্তমানে মেদিনীপুরের আলিগঞ্জে থাকেন। জামাই কী করে গ্রেফতার হল তা জানা নেই বলে জানান নুর আমিনের বৃদ্ধ শ্বশুরমশাই। তিনি বলেন, জামাই এখানে ৭ – ৮ বছর ধরে থাকে। একজন পাঞ্জাবির সঙ্গে সেনাবাহিনীতে জিনিসপত্র সরবরাহ করে।