কদিন আগের কথা। হাতে আইন তুলে না নেওয়ার জন্য রাজ্যবাসীকে আহ্বান করে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তবে পুলিশকে দুটো গুলি ছুঁড়লে পুলিশ চারটি ছুঁড়বে সে কথাও শোনা গিয়েছিল তাঁর মুখেই। তবে রাজীব কুমারের আহ্বানে সাড়া দিলেন না মহেশতলার মানুষজন। তাঁরা গণপিটুনি দিয়ে এক যুবককে মেরেই ফেললেন বলে অভিযোগ উঠল। চোর সন্দেহ করে ওই যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন পড়ে গেল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। এখান থেকেই বেশ কয়েকটি লাঠি এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার করল পুলিশ। আর যুবকের দেহ উদ্ধার করে পাঠানো হল ময়নাতদন্তের জন্য। তবে মুখে কুলুপ এঁটেছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে ওই মৃত যুবকের দেহ উদ্ধার করে ঘটনার জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় কেন এমন ঘটনা ঘটল? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ঘটনাস্থল থেকে যে লাঠি ও ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ তাতে গণপিটুনির প্রমাণ মিলেছে বলে খবর। আজ বৃহস্পতিবার সকালে মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলার একটি নির্মীয়মান আবাসনে রক্তাক্ত অবস্থায় মেলে এক যুবকের দেহ। খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। আর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পুলিশ অফিসাররা।
আরও পড়ুন: বাঙ্কার কাণ্ডে এবার বারাণসী যোগ, ‘মছলি বাবার’ ধাঁচেই ছদ্মবেশে লাল্টু মহারাজ, তথ্য পুলিশের
অন্যদিকে পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম দেব দাস (২২)। শিয়ালদা দক্ষিণ শাখার নুঙ্গি স্টেশনের কাছে বাড়ি। আগেও ওই যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়েছিল। আর চোর সন্দেহেই তাকে পিটিয়ে মারা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের অনুমান। স্থানীয় সূত্রে খবর, বুধবার মাঝরাতে ওই বাড়ি থেকে আর্তনাদ শুনতে পেয়ে ছিলেন তাঁরা। আজ, বৃহস্পতিবার ভোরে আবাসন থেকে মিস্ত্রি বেরতে দেখা যায়। পরে বেলা বাড়তে প্রোমোটাররা গিয়ে দেখেন এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে আছে। তারপরই পুলিশকে খবর দেওয়া হয়।
এছাড়া আজ মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলার একটি নির্মীয়মান আবাসনের নীচে ওই যুবক দেব দাসের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সবকিছু নিশ্চিত করে বলা যাবে। অনুমান করা হচ্ছে, চোর সন্দেহেই ওই যুবককে বেধড়ক মারধর করা হয়। তার জেরেই মৃত্যু হয়েছে।