বধূকে গণধর্ষণের পর প্রমাণ লোপাট করতে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার নামখানায়। আক্রান্ত মহিলা গুরুতর অসুস্থ অবস্থায় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।নির্যাতিতা মহিলার বাড়ি নামখানার দ্বিতীয় ঘেরি এলাকায়। তিনি জানিয়েছেন, গত শুক্রবার ভোর ৪টে নাগাদ শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বেরোন তিনি। তখন বাড়িতে ছিলেন না তাঁর স্বামী। ৪ – ৫ জন দুষ্কৃতী তাঁর মুখ চেপে ধরে ছাদে নিয়ে যায়। মহিলার হাত পা বেঁধে ফেলে। এর পর দফায় দফায় তাঁকে ধর্ষণ করে দুষ্কৃতীরা। শেষে গায়ে ও যোনিতে কেরোসিন ঢেলে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা হয়। প্রাণে বাঁচতে আর্তনা শুরু করেন মহিলা। তখন প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালায়।মহিলার স্বামী জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে ছিলেন না তিনি। ফিরে এসে তিনি স্ত্রীর কাছে গোটা ঘটনার কথা শোনেন। কিন্তু লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলেননি। কিন্তু রবিবার মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনায় অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।