ঘরের ভিতর থেকে উদ্ধার হল যুগ্ম বিডিও-র মৃতদেহ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের। মৃত যুগ্ম বিডিওর নাম পলাশ মণ্ডল। তিনি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ২ নম্বর ব্লকের যুগ্ম বিডিও হিসেবে কর্মরত ছিলেন। গতকাল সকালে ঘরের ভিতরে তাকে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, গত শুক্রবার রাতে জয়নগরের বাড়িতে ফেরেন পলাশ বাবু। তবে বাড়িতে ফেরার পরে তিনি চুপচাপ ছিলেন। পরিবারের লোকদের সঙ্গে খুব বেশি কথা বলেননি। এরপর রবিবার তিনি এই কাণ্ড ঘটান। ঘটনার সময় তাঁর স্ত্রী বাইরে কাজ করছিলেন। পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন না। তখনই তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর এরপর বিষয়টি জানতে পেরেই তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। সেখানে গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।