স্ত্রী ও সন্তানকে ফেলে প্রেমের টানে বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন এক যুবক। উদ্দেশ্য, প্রেমিকার সঙ্গে দেখা করা। কিন্তু ভালোবাসার সফর শেষ হল গণপিটুনি আর ভয়ের অভিজ্ঞতা নিয়ে। বাংলাদেশে পৌঁছতেই তাঁকে 'র' এজেন্ট সন্দেহে ঘিরে ধরে স্থানীয় লোকজন। চলে বেধড়ক মারধর। শেষমেশ সেনাবাহিনী এসে তাঁকে উদ্ধার করে।
আরও পড়ুন: পরকীয়ায় বাধা, শ্বশুরকে খুন করে পুকুরপাড়ে পুঁতে দিলেন বৌমা, হাড়হিম ঘটনা বীরভূমে
গণপিটুনির শিকার হয়েছেন দক্ষিণ দিনাজপুরের রানিনগর থানার বুধুরপাড়ার বাসিন্দা সোহেল শেখ। বয়স আনুমানিক ৩০। কেরলে একটি সংস্থার গাড়ি চালান। পাশাপাশি একটি অনলাইন সোশ্যাল অ্যাপে এজেন্সি চালান সোহেল। ওই অ্যাপে টাকা দিয়ে ভিডিয়ো চ্যাটে কথা বলা যায় দেশ-বিদেশের বিভিন্ন নাগরিকদের সঙ্গে। সেই সূত্রেই বাংলাদেশের রংপুরের এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাঁর। সেই প্রেমেই ভর করে ৪ জুলাই শুক্রবার সোহেল মালদহ সীমান্ত দিয়ে বৈধ ভিসা ও পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। রাজশাহীতে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখান থেকে পরদিন সন্ধ্যায় রওনা দেন রংপুরে প্রেমিকার বাড়ির উদ্দেশে। তবে প্রেমিকার বাড়িতে পৌঁছতেই ঘটে বিপত্তি। ভারতীয় পরিচয় দিতেই স্থানীয়দের সন্দেহ হয়, সোহেল ‘র’ অর্থাৎ ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট! সেই সন্দেহে তাঁর ওপর চলে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর।