
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ক্ষমতা দখল ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম হলেন দু’জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি-১ ব্লকের পারাজ করকডা বোলপুর এলাকায়। কার দখলে থাকবে গলসি-১ ব্লকের এলাকা? তাই নিয়ে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। অভিযোগ, তৃণমূলের দুই নেতা জনার্দন রায় ও জাকির হোসেনে মধ্যে এলাকা দখল ঘিরে হওয়া সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দুই গোষ্ঠীর তৃণমূল সমর্থকেরা একে অপরকে লাঠি, টাঙি নিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় দু’জন আহত হন।
ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধার করে পুরসা হাসপাতালে নিয়ে যান তাঁদের পরিবারের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গলসি থানার পুলিশ। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দুই তৃণমূল কর্মীর নাম শেখ বদরুজ্জমান ও শেখ তোতন। আহত ওই দুই কর্মী জানিয়েছেন, তাঁরা তৃণমূল নেতা জনার্দন রায়ের অনুগামী। ওই এলাকা দখল করা নিয়ে জনার্দন রায় ও জাকির হোসেনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় একটি চায়ের গুমটির পাশে বসেছিলেন জনার্দন রায়ের অনুগামীরা। সেই সময় আচমকা লাঠি, টাঙি ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের উপর চড়াও হয় জাকির হোসেনের অনুগামীরা। অন্যান্যরা পালাতে সক্ষম হলেও ওই মারমুখি দলের সামনে পড়ে যায় তৃণমূল কর্মী বদরুজ্জমান ও তোতন। তাঁদের হাতের সামনে পেয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটায় জাকির হোসেনের অনুগামীরা বলে অভিযোগ। এমনকী, মেরে বদরুজ্জমানের পা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বদরুজ্জমান। অপরদিকে তোতনের উপর চড়াও হয়েও ব্যাপক মারধর করা হয় তাঁকে। অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বটি উড়িয়ে দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত রাগকে রাজনৈতিক রঙ দিচ্ছেন অনেকে। কারণ, এখন সবাই তৃণমূলে রয়েছেন। সুতরাং বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports