এদিন টিভি গেটের কাছে বেথুয়া থেকে কৃষ্ণনগরগামী একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারের পিছনে সজোরে ধাক্কা মারে। গাড়িটির গতি এতটা বেশি ছিল যে এর ফলে পিক আপ ভ্যানের সামনের দিকের অংশটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনাগ্রস্থ পিক আপ ভ্যান। নিজস্ব ছবি
রবিবার সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু পিক আপ ভ্যানের চালক ও খালাসির। ঘটনাটি ঘটেছে আজ ভোর চারটে নাগাদ ধুবুলিয়া থানার টিভি গেটের কাছে। এই ঘটনায় রাস্তায় সাময়িক যানজট দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পিক আপ ভ্যানের চালক ও খলাসির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়ির চালক ও খালাসিকে প্রথমে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চালককে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, খালাসিকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় খালাসির।
পঙ্কজ কান্তি সাহা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনাটি ঘটেছে আজ ভোর চারটে নাগাদ। পিক আপ গাড়িটি মুরগি ভরতি ছিল। বেথুয়া থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়ার সময় গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কন্টেইনারে ধাক্কা মারে। ঘটনায় গাড়ির চালক এবং খালাসি দুজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পিক আপ ভ্যানের গতি এতটাই বেশি ছিল যে এর ফলে কন্টেইনারের পিছনের দিকের অংশটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।