ভোটের আগে তৃণমূল ছেড়ে গিয়েছিলেন বিজেপিতে।ভোটে তৃণমূল ফের ক্ষমতায় আসার পর কয়েক মাসের মধ্যেই ভোলবদল প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাসের। এবার বিজেপি থেকে পদত্যাগ করলেন প্রাক্তন বিধায়ক। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে পদত্যাগপত্র পাঠিয়েও দিয়েছেন তিনি।এদিন সদস্যপদ থেকে পদত্যাগের পর প্রাক্তন এই বিধায়ক জানান,‘বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম।’ একইসঙ্গে তাঁর পুরনো দলের ৪ নেতার নারদকাণ্ডে গ্রেফতারি প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান,‘করোনা পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তৃণমূলের ২ মন্ত্রী, একজন বর্তমান বিধায়ক ও একজন প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।’২০১৬ সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন দীপেন্দু বিশ্বাস। তৃণমূলের টিকিটে জয়লাভ করলেও তৃণমূল অবশ্য এবারে তাঁর ওপর ভরসা রাখতে পারেনি। ফলে টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দীপেন্দু। বিজেপিতে এসেও দীপেন্দুর কোনও লাভ হয়নি। সেখানে গিয়েও বিজেপির প্রার্থী হতে পারেননি দীপেন্দু।তাঁকে দলের রাজ্য কমিটির স্থায়ী সদস্য করা হয়েছিল ঠিকই। কিন্তু তাতে কোনও চিঁড়ে ভেজেনি। কয়েক মাসের মধ্যেই পদ্ম শিবির ছাড়ার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন ফুটবলার। শুধু দীপেন্দুই নয়, তৃণমূল ছেড়ে অনেক নেতাই বিজেপিতে গিয়েছিলেন, যাঁরা পদ্মশিবিরে গিয়েও প্রার্থী হতে পারেননি। আবার অনেকে অবশ্য প্রার্থী হতে পেরেছেনও।তা নিয়ে বিজেপির অন্দরে কম ক্ষোভ নেই।