বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Trains to Puri from Howrah and Digha: শীঘ্রই চালু হচ্ছে হাওড়া-পুরী শতাব্দী ও দিঘা-পুরী এক্সপ্রেস, দেখুন সময়সূচি
শীঘ্রই চালু হতে চলেছে দিঘা-পুরী-দিঘা এক্সপ্রেস। চলতি সপ্তাহেই শুরু হবে পরিষেবা। প্রতি সপ্তাহে আপ ও ডাউন অভিমুখে একটি ট্রেন চলবে। সেইসঙ্গে পুজোর মাস তথা আগামী অক্টোবর থেকে হাওড়া-পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসও ছুটতে শুরু করবে। দেখে নিন সময়সূচি -
- ২২৮৯০ পুরী-দিঘা এক্সপ্রেস: প্রতি শনিবার রাত ৯ টা ৫ মিনিটে পুরী থেকে ছাড়বে। আগামী শনিবার (৬ অগস্ট) থেকে পরিষেবা শুরু হবে।
- ২২৮৮৯ দিঘা-পুরী এক্সপ্রেস: প্রতি শনিবার বিকেল ৫ টা ২৫ মিনিটে দিঘা থেকে ছাড়বে দিঘা-পুরী এক্সপ্রেস। আগামী রবিবার (৭ অগস্ট) থেকে শুরু হবে পরিষেবা।
- ১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস: প্রতিদিন ভোর ৫ টা ৪৫ মিনিটে পুরী থেকে ছাড়বে। আগামী ২ অক্টোবর থেকে পরিষেবা শুরু হবে।
- ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস: ২ অক্টোবর থেকে ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেসের পরিষেবা শুরু হতে চলেছে। প্রতিদিন দুপুর ২ টো ১৫ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে।
তারইমধ্যে কয়েকটি ট্রেনে এসি থ্রি টিয়ার কোচ যুক্ত করা হবে বলে পূর্ব উপকূলীয় রেলের তরফে জানানো হয়েছে। সেই ট্রেনগুলির মধ্যে কয়েকটি ট্রেন হাওড়া থেকেও ছাড়বে। দেখে নিন সেই তালিকা -
- ১২৮৭১ হাওড়া-টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেস: ১৫ অগস্ট থেকে ১২৮৭১ হাওড়া-টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেসে এসি থ্রি-টিয়ার কোচ থাকবে।
- ১২৮৭২ টিটিলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেস: ১৬ অগস্ট থেকে ১২৮৭২ টিটিলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেসে এসি থ্রি-টিয়ার কোচ থাকবে।
- ২২৮৬১ হাওড়া-কাঁটাবাঞ্জী ইস্পাত এক্সপ্রেস: ১৬ অগস্ট থেকে ২২৮৬১ হাওড়া-কাঁটাবাঞ্জী ইস্পাত এক্সপ্রেসে এসি থ্রি-টিয়ার কোচ থাকবে।
- ২২৮৬২ কাঁটাবাঞ্জী-হাওড়া ইস্পাত এক্সপ্রেস: ১৭ অগস্ট থেকে ২২৮৬২ কাঁটাবাঞ্জী-হাওড়া ইস্পাত এক্সপ্রেসে এসি থ্রি-টিয়ার কোচ থাকবে।
সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের চালু করা ট্রেন
- ২২৮৩০ শালিমার-ভূজ এক্সপ্রেস: আগামী ৬ অগস্ট থেকে চলবে। প্রতি শনিবার হাওড়া থেকে রাত ৮ টা ২০ মিনিটে ছাড়বে। তৃতীয় দিন দুপুর ২ টো ৪৫ মিনিটে ভূজে পৌঁছাবে।
- ২২৮২৯ ভূজ-শালিমার এক্সপ্রেস: প্রতি মঙ্গলবার ভূজ থেকে দুপুর ৩ টে ৫ মিনিটে ছাড়বে। তৃতীয় দিন সকাল ৯ টা ৩০ মিনিটে শালিমারে পৌঁছাবে। আগামী ৯ অগস্ট থেকে পরিষেবা শুরু হবে।
- ১৮০০৯ সাঁতরাগাছি-আজমেঢ় এক্সপ্রস: ৫ অগস্ট থেকে শুরু হবে পরিষেবা। প্রতি শুক্রবার দুপুর ১ টায় সাঁতরাগাছি থেকে ছাড়বে। তৃতীয় দিন ভোর ৪ টে ৫৫ মিনিটে আজমেঢ়ে পৌঁছাবে।
- ১৮০১০ আজমেঢ়-সাঁতরাগাছি এক্সপ্রস: ৭ অগস্ট থেকে পরিষেবা শুরু হবে। প্রতি রবিবার রাত ১১ টা ৩০ মিনিটে আজমেঢ় থেকে ছাড়বে। তৃতীয় দিন দুপুর ২ টো ৩০ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছাবে।
- ২০৮২৮ সাঁতরাগাছি-জব্বলপুর হামসফর একপ্রেস: আজ (৩ অগস্ট) থেকে পরিষেবা শুরু হবে। প্রতি বুধবার রাত ৮ টা ৩৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। জব্বলপুরে পৌঁছাবে পরদিন দুপুর ৩ টেয়।
- ২০৮২৭ জব্বলপুর-সাঁতরাগাছি হামসফর একপ্রেস: ৪ অগস্ট থেকে শুরু হবে পরিষেবা। প্রতি বৃহস্পতিবার রাত ৮ টা ৩৫ মিনিটে জব্বলপুর থেকে ছাড়বে। পরদিন দুপুর ৩ টে ৩০ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছাবে।