সাঁওতালি মাধ্যমের ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে ফের একবার আয়োজন করতে হচ্ছে ডিএলএড পার্ট–টু’র পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র (ডায়েট), ঝাড়গ্রামের রামগড়ে আগামীকাল শুক্রবার দুপুরে এই পরীক্ষা নেওয়া হবে। সময় ধার্য হয়েছে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত।
আরও পড়ুন: মাতৃভাষায় প্রশ্নপত্র না থাকায় সাদা খাতা জমা ৪৪ সাঁওতালি পরীক্ষার্থীদের, বিক্ষোভ
এর আগে মূল পরীক্ষা হয়েছিল গত ১২ অগস্ট। কিন্তু সেদিন এডুকেশন স্টাডিজ বিষয়টির প্রশ্নপত্র পাওয়া যায়নি সাঁওতালি ভাষায়, অলচিকি হরফে। বাংলা ও ইংরেজিতে প্রশ্নপত্র দেওয়া হলে তা নিতে অস্বীকার করেন সাঁওতালি মাধ্যমের পড়ুয়ারা। অনেকেই পরীক্ষা দিতে বসেননি, আর যারা বসেছিলেন তাঁদেরও মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শেষপর্যন্ত ঝাড়গ্রাম শহরের কেন্দ্রীয় এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা। তাতে সামিল হন শতাধিক ছাত্রছাত্রী। পর্ষদ সূত্রে খবর, সাধারণত যেসব বিষয়ে আলাদা ভাষাপত্র নেই, সেখানে প্রশ্নপত্র বাংলা ও ইংরেজিতে দেওয়া হয়। এই পরীক্ষার ক্ষেত্রেও সেই নিয়ম মেনে প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছিল।
পর্ষদের এক কর্তা বলেন, এনসিটিই-র নির্দেশ অনুযায়ী সব ভাষায় প্রশ্নপত্র তৈরি করা সম্ভব নয়। সেই নিয়মেই প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। কিন্তু পড়ুয়াদের আন্দোলনের পর পরিস্থিতি বদলায়। অবশেষে জরুরি ভিত্তিতে নতুন প্রশ্নপত্র অলচিকি হরফে সাঁওতালি ভাষায় অনুবাদ করা হচ্ছে। সেই প্রশ্নপত্র দিয়েই শুক্রবারের পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। শিক্ষা পর্ষদের দাবি, বিশেষ পরিস্থিতির জন্যই এই ব্যতিক্রমী ব্যবস্থা নিতে হচ্ছে। প্রসঙ্গত, ঝাড়গ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলে সাঁওতালি মাধ্যমের বহু পড়ুয়া রয়েছেন। তাই তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল মাতৃভাষায় পরীক্ষার সুযোগ। এবার বিক্ষোভের পর সেই দাবির আংশিক বাস্তবায়ন ঘটল বলে মনে করছেন পড়ুয়ারা।