বিহার থেকে ছোড়া হয়েছিল পাথর। এই খবর প্রকাশ্যে আসতেই বিজেপি নেতারা মুখ লুকিয়েছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে ফেরার পথে তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। আর তাতে সরগরম হয়ে উঠল রাজ্য–রাজনীতি। আজ, বৃহস্পতিবার পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, পাথর ছোড়ার ঘটনা বিহারের।
Ad
মমতা বন্দ্যোপাধ্যায় (ANI Photo)
বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় বাংলাকে জড়িয়ে আক্রমণ করেছিলেন বিজেপি নেতারা। কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা রেলমন্ত্রক সিসিটিভি ফুটেজ প্রকাশ করে আজ জানিয়ে দিয়েছে, বাংলা নয়। বিহার থেকে ছোড়া হয়েছিল পাথর। এই খবর প্রকাশ্যে আসতেই বিজেপি নেতারা মুখ লুকিয়েছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে ফেরার পথে তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। আর তাতে সরগরম হয়ে উঠল রাজ্য–রাজনীতি।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? আজ, বৃহস্পতিবার পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, পাথর ছোড়ার ঘটনা বিহারের। তারপরেই বিজেপির বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘বেশ কিছু সংবাদমাধ্যম তিন দিন ধরে প্রচার করেছে আমাদের বিরুদ্ধে। ফেক নিউজ দেখিয়েছে। বাংলাকে অসম্মান করার চেষ্টা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন আইনের পথে চলবে। ঘটনাটি বাংলায় ঘটেনি, ঘটেছে বিহারে। বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। গণতন্ত্রে মানুষের ক্ষোভ থাকতেই পারে। তা বলে বিহারকে অপমান করলে চলবে না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার রয়েছে। বিহারে বিজেপি নেই বলে তারা পাবে না কেন?’ যদিও বিজেপি নেতারা এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিচ্ছেন না।