সিঙ্গুরে প্যাটেলদের পরিবার খুন হওয়ার পর যে ঘটনা চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল সেটা হল, চণ্ডীতলা ঘোষ পরিবারকে খুন করে শেষ করার ঘটনা। এবার এই ঘটনাতেই উঠে এলো নয়া মোড়। রেললাইনে মিলল মূল অভিযুক্ত শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত দেহ। সোমবার চণ্ডীতলায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন করে চম্পট দিয়েছিল শ্রীকান্ত। এই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। মঙ্গলবার সকালে গোবরা স্টেশনের রেললাইন থেকে উদ্ধার হল শ্রীকান্তর দেহটি।এই ঘটনার পর কী তিনি আত্মহত্যা করলেন? নাকি রেল স্টেশন পেরিয়ে অন্যত্র পালাতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল? এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। বর্ধমানের দিক দিয়ে তিনি কোথায় যেতে চাইছিলেন? এই বিষয়ে পুলিশ তদন্তে নেমে বেশকিছু সূত্র পেয়েছেন। তার উপর ভিত্তি করেই এগোচ্ছেন তদন্তকারীরা। সিঙ্গুরে প্যাটেলদের পরিবার খুন হওয়ার পর যে ঘটনা চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল সেটা হল, চণ্ডীতলা ঘোষ পরিবারকে খুন করে শেষ করার ঘটনা। এবার এই ঘটনাতেই উঠে এলো নয়া মোড়। রেললাইনে মিলল মূল অভিযুক্ত শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত দেহ। সোমবার চণ্ডীতলায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন করে চম্পট দিয়েছিল শ্রীকান্ত। এই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। মঙ্গলবার সকালে গোবরা স্টেশনের রেললাইন থেকে উদ্ধার হল শ্রীকান্তর দেহটি।এই ঘটনার পর কী তিনি আত্মহত্যা করলেন? নাকি রেল স্টেশন পেরিয়ে অন্যত্র পালাতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল? এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। বর্ধমানের দিক দিয়ে তিনি কোথায় যেতে চাইছিলেন? এই বিষয়ে পুলিশ তদন্তে নেমে বেশকিছু সূত্র পেয়েছেন। তার উপর ভিত্তি করেই এগোচ্ছেন তদন্তকারীরা।|#+|আজ, মঙ্গলবার হাওড়া–বর্ধমান কর্ড শাখার ৩ নম্বর লাইনে অভিযুক্ত শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত দেহ উদ্ধার হয়। এই দেহটি কামারকুণ্ডু জিআরপি উদ্ধার করেছে। তারপর তাঁরা খবর দেয় চণ্ডীতলা থানায়। সেখান থেকে পুলিশ এসে দেহটি শনাক্ত করেন। তারপরই উঠতে থাকে নানা প্রশ্ন। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যদি দেহটি দু’টুকরো হয়ে গিয়েছে।উল্লেখ্য, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুড়তুতো দাদা সঞ্জয় ঘোষের সঙ্গে বিবাদ ছিল শ্রীকান্তের। সেদিন তা চরমে উঠেছিল। যার পরিণতি এই মর্মান্তিক খুন। দাদা–বৌদি–ভাইঝিকে কুপিয়ে খুন করে চম্পট দেয় শ্রীকান্ত। তাঁকেই খুঁজছিল পুলিশ। গলার নলি কেটে খুন করে শ্রীকান্ত। আর আজ তাঁর দেহই উদ্ধার হল রেললাইন থেকে। তাও দু’টুকরো অবস্থায়।