এই সমবায় সমিতিতে মোট ৯টি আসন রয়েছে। দুটি দলই সবকটি আসনে প্রার্থী দিয়েছিল। রবিবার সেখানে ছিল নির্বাচন। যদিও নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার হয়নি তবে এই ভোটকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।
সমবায় সমিতি দখল করে নিল বিজেপি। প্রতীকী ছবি।
লোকসভা নির্বাচনের আগে আরও সমবায় সমিতি দখল করে নিল বিজেপি। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের বৃন্দাবনপুর ১ গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত ১০৪ বছরের পুরনো এড়াশাল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়ী হয়েছে পদ্ম শিবির। এই জয়কে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিজেপির মধ্যে উন্মাদনা তুঙ্গে। লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে বিজেপি। ফলে এই জয় বিজেপিকে বাড়তি শক্তি যোগাবে বলেই মনে করছেন দলের নেতৃত্ব। উল্লেখযোগ্যভাবে, পূর্ব মেদিনীপুর সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে ওই সমযবায় সমিতিতে বিজেপির জয়ে অস্বস্তিতে ঘাসফুল শিবির।
জানা গিয়েছে, এই সমবায় সমিতিতে মোট ৯টি আসন রয়েছে। দুটি দলই সবকটি আসনে প্রার্থী দিয়েছিল। রবিবার সেখানে ছিল নির্বাচন। যদিও নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার হয়নি তবে এই ভোটকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। ভোট গণনা শেষে দেখা যায় ৯টি আসনের মধ্যে ৬টি আসনে জয়ী হয়েছে বিজেপি। আর ৩টি আসন দখল করে তৃণমূল। ফলে এই সময় সমিতি এবার দখল করে নিল পদ্ম শিবির। জয়ের পরে গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। এই জয়ের ফলে বিজেপি কর্মী সমর্থকদের মনোবল আরও বৃদ্ধি পাবে, যা লোকসভা নির্বাচনে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে নেতৃত্ব।