এবার নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে। অভিযোগ, তিনি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো সরকারি প্রকল্পের ট্যাবলোতে নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করেছেন। বিরোধীদের অভিযোগ, এভাবে নির্বাচনী প্রচারের কাজের জন্য এভাবে শিশুদের ব্যবহার বা সরকারি প্রকল্পের বিজ্ঞাপনকে ব্যব্যহার করা যায় না। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি।
আরও পড়ুনঃ ‘দিলীপ ঘোষ মানসিকভাবে ভেঙে পড়েছেন’, প্রকাশ্যে দাবি করলেন জুন মালিয়া
জানা গিয়েছে, জুন মালিয়া বুধবার মেদিনীপুর শহরে পৌঁছে প্রথমে বড়তলা কালীমন্দিরে পুজো দেন। এরপর তিনি প্রচারে বের হন। সেই সময় জুন মালিয়ার প্রচারে অংশ নেয় এই ট্যাবলো। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এই ট্যাবলোতে সরকারি প্রকল্প যেমন তিনি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর প্ল্যাকার্ড রয়েছে। আর তাতে রয়েছে ৩ শিশু। এরমধ্যে একজন শিশু স্কুলের পোশাক পরে আছে। তাতেই জুন মালিয়ার বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। এনিয়ে তীব্র সমালোচনা করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
এ বিষয়ে মেদিনীপুরের এক বিজেপি নেতা জুন মালিয়ার নিন্দা করে বলেন, ‘এটা নির্লজ্জতম ঘটনা। কারণ যে ট্যাবলো ব্যবহার করা হয়েছে তাতে সরকারি প্রকল্পের বিজ্ঞাপন দিয়ে সেখানে শিশুদের ব্যবহার করা হয়েছে। এতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে।’ তিনি জুন মালিয়ার বিরুদ্দে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন।