কোচবিহারের মেখলিগঞ্জের পর এবার পূর্ব মেদিনীপুরের সোনাচূড়া পঞ্চায়েত। ছুটির দিনেও গভীর রাতে খোলা থাকল পঞ্চায়েত অফিস। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই তথ্য লোপাটের অভিযোগ এনেছে বিজেপি। যদিও এই অভিযোগের কথা অস্বীকার করেছেন পঞ্চায়েত উপপ্রধান। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী এবং সমর্থকরা পঞ্চায়েত অফিস ঘেরাও করেন।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরেই পঞ্চায়েত অফিসে গভীর রাত অবধি কাজ হচ্ছে। গতকাল ছুটির দিনেও গভীর রাত অবধি কাজ হয়েছে পঞ্চায়েত অফিসে। তা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তারা সেখানে গিয়ে জানতে পারেন পঞ্চায়েত কর্মীরা সেখানে কাজ করছেন। ঘটনায় খবর পেয়ে সেখানে যান বিজেপি কর্মী সমর্থকরা। তারা পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এ বিষয়ে বিজেপির তমলুক জেলা কমিটির সহ-সভাপতি সাহেব দাস বলেন, গত কয়েকদিন ধরে গভীর রাত অবধি পঞ্চায়েতে কাজ হচ্ছে। সারা বছর ধরে এরা কোনও কাজ করেনি। একের পর এক দুর্নীতি করেছে। এখন কেন্দ্রীয় দল পরিদর্শনে আসছে। তাই দুর্নীতির নথি সরানোর জন্যই গভীর রাত অবধি অফিসে কাজ করছে তৃণমূল। এই ঘটনায় সিবিআই তদন্তের জন্য আবেদন জানানো হবে বলে তিনি জানিয়েছেন।