পুলিশ জেলার সুপার পদে আবার রদবদল। তিন মাসের মধ্যে দ্বিতীয়বার পুলিশ সুপার বদল হল অনুব্রত মণ্ডলের বীরভূমে। তিনি এখন কন্যা–সহ তিহাড় জেলে। এই আবহে শুরু হয়েছে তৃণমূলে নব জোয়ার কর্মসূচি। রাস্তায় আছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন তিনি উত্তরবঙ্গের জেলায় জনসংযোগ যাত্রা করছেন। এরপর সেখান থেকে মালদা হয়ে বীরভূমে জনসংযোগ করতে আসার কথা। কিন্তু তার আগেই পুলিশ সুপার বদল হওয়া বেশ তাৎপর্যপূর্ণ।
কেমন বদলি হল বীরভূমে? এদিকে বীরভূমের পুলিশ সুপার (এসপি) ভাস্কর মুখোপাধ্যায় বারাসত পুলিশ জেলার সুপার হিসেবে দায়িত্ব নিলেন। আর বারাসতের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বীরভূমের এসপি হলেন। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বীরভূমের দিকে নজর রয়েছে রাজনৈতিক কারবারিদের। তাই এই জেলার এসপি বদল হওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহলও। কারণ তিন মাস আগেই নগেন্দ্র ত্রিপাঠীকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল ভাস্কর মুখোপাধ্যায়কে। এবার তাঁকে পাঠানো হল বারাসতের পুলিশ সুপার করে।
আর কী জানা যাচ্ছে? অন্যদিকে কারা বিভাগের নতুন এডিজি হলেন সঞ্জয় সিং। তিনি রাজ্য পুলিশের এসটিএফের এডিজি ছিলেন। কারা বিভাগের এডিজি অশোক কুমার প্রসাদ এসটিএফে বদলি হলেন। এই বদলি নিয়ে বীরভূমের বিদায়ী পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘সরকার যা নির্দেশ দেবে আমাকে তা পালন করতে হবে।’ সূত্রের খবর, এই ভাস্কর মুখোপাধ্যায়ের ডিআইজি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসে তাঁর পদোন্নতি হবে। তাই পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে গেলে ভাস্করবাবুর জায়গায় বীরভূমে নতুন পুলিশ সুপারকে নিয়ে আসতে হতো। তখন দায়িত্ব নিয়েই ভোট সামলাতে হতো নতুন পুলিশ সুপারকে। এমনকী বীরভূমের মতো রাজনৈতিক উত্তেজনাপ্রবণ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন করা কঠিন হতো।