
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আনিস খান হত্যা মামলার তদন্তে সিটকে আরও ১ মাস সময় দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে কার্যত হতাশ আনিসের বাবা সালেম খান। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘তাহলে কি আনিসের মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? কেন প্রতিশ্রুতি মতো ১৪ দিনের মধ্যে রিপোর্ট পেশ করল না সিট?’ তাঁর হুঁশিয়ারি, বিচারের দাবিতে ফের পথে নামব আমি।
সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে ছিল আনিস মামলার শুনানি। শুনানিতে আদালত বলে, তদন্ত শেষ করার জন্য সিটকে আরও ১ মাস সময় দিল আদালত। এই সময়ের মধ্যে নিরপেক্ষভাবে তদন্ত শেষ করতে হবে। তদন্তের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা কম। ১৮ এপ্রিল মামলার ফের শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
আদালতের এই নির্দেশে হতাশ আনিসের বাবা সালেম খান। তিনি বলেন, ‘আবার শুনানি আবার এক মাস পরে। তাহলে কি আনিস হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? দিদি তো ১৪ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিলেন। তার কী হল? মমতা বন্দ্যোপাধ্যায়ও কি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় রয়েছেন? এরকম চলতে থাকলে আমি আবার পথে নামব। যারা আনিসের বিচারের দাবিতে পথে নেমেছিলেন আশা করব তাঁরা আবার পথে নামবেন।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports